Advertisement
Advertisement
Ajay Devgn

রহিম সাহেব থেকে ‘বালু’, দেশের প্রথম দলিত ক্রিকেটারের ভূমিকায় অজয় দেবগন

ফুটবলের পর এবার বাইশ গজ বিষয়ক সিনেমায় অভিনেতা।

Ajay Devgn to Star in Film on India's First Dalit Cricketer, Palwankar Baloo
Published by: Sandipta Bhanja
  • Posted:May 30, 2024 9:15 pm
  • Updated:May 31, 2024 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ময়দান’ ছবিতে কোচ রহিম সাহেবের ভূমিকায় নজর কেড়েছিলেন অজয় দেবগন। এবার আরও এক স্পোর্টস ড্রামায় দেখা যাবে অভিনেতাকে। তবে এবার ফুটবলের ময়দান থেকে বাইশ গজ বিষয়ক ছবিতে থাকছেন তিনি। অজয়কে দেখা যাবে দেশের প্রথম দলিত ক্রিকেটার পালওয়াঙ্কার বালুর (Cricketer Palwankar Baloo) ভূমিকায়। পরিচালকের আসনে তিগমাংশু ধুলিয়া।

প্রযোজক প্রীতি সিনহা খোদ এক্স হ্যান্ডেলে এই খবর দিয়েছেন। চলতি বছরের শেষের দিকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ রচিত ‘আ কর্ণার অফ আ ফরেন ফিল্ড’ বইটিকে অবলম্বন করেই তৈরি হবে পালওয়াঙ্কার বালুর বায়োপিক। দলিত সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে পুণেতে মাঠকর্মী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। তবে পরে ১৮৯৬ সালে হিন্দু জিমখানার হয়ে খেলেন। ক্রিকেট কেরিয়ার শুরুয়াতের আগে তাঁকে যেভাবে শ্রেণী বৈষম্যের শিকার হতে হয়েছিল, সেই সংগ্রামের কাহিনিই এই ছবিতে ফুটিয়ে তুলবেন পরিচালক তিগমাংশু ধুলিয়া।

Advertisement

[আরও পড়ুন: অসুস্থতাকে বুড়ো আঙুল! আম্বানিদের গ্র্যান্ড পার্টিতে যোগ দিতে সপরিবারে ইটালিতে শাহরুখ]

দেশের প্রথম দলিত ক্রিকেটারকে নিয়ে সিনেমা। অজয় দেবগনের (Ajay Devgn) এই স্পোর্টস ড্রামার দিকেও যে ক্রীড়াদুনিয়ার নজর থাকবে, তা বলাই বাহুল্য। শেষবার সৈয়দ আবদুল রহিম সাহেবের ভূমিকায় অভিনয় করে সিনেদুনিয়া তো বটেই এমনকী সিনে সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিলেন অজয় দেবগন। এবার পালওয়াঙ্কার বালুর জুতোতে পা গলিয়ে দলিত সম্প্রদায়ের সংগ্রাম কতটা ফুটিয়ে তুলতে পারেন, সেটাই দেখার অপেক্ষা।

[আরও পড়ুন: ‘তোমার না থাকার শূন্যতা…’, মার্কিন মুলুকে বসে ঋতু-স্মরণে ঋতুপর্ণা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement