সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে প্র্যাঙ্কস্টার হিসেবে অক্ষয় কুমারের বেশ নাম রয়েছে। অজয় দেবগনও এই বিষয়ে কম যান না। এক্ষেত্রে আবার তাঁর দোসর রোহিত শেট্টি। নায়ক-পরিচালক একসঙ্গে মিলে যখন কাউকে নিশানা বানান, তাঁর অবস্থা হয় শোচনীয়।
সম্প্রতি ‘দ্য রণবীর আলহাবাদিয়া শো’য়ে গিয়েছিলেন অজয়-রোহিত। সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। প্র্যাঙ্ক তথা ঠাট্টা-তামাশার কথা উঠতেই হাসতে হাসতে নায়ক-পরিচালক জানান, তাঁদের জন্য এক-দুজনের ডিভোর্স তো হয়েছেই হয়েছে। অজয়-রোহিত জানান, এক সময় চূড়ান্ত সব প্ল্যান করতেন তাঁরা। একসঙ্গে যখনই কোনও ছবিতে কাজ করতেন তার কলাকুশলীদের হাল বেহাল করে দিতেন। কীভাবে?
নায়ক-পরিচালক জুটি জানান, ইউনিটের সদস্যদের বাড়িতে তাঁরা মহিলা ও বাচ্চাদের পাঠিয়ে দিতেন। সেই মহিলা গিয়ে দাবি করতেন তিনি ওই ব্যক্তির প্রথম স্ত্রী ও বাচ্চারা তাঁদের সন্তান। এনিয়ে বিস্তর কাজিয়া হোতো। এক-দুবার বিষয়টি ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে। অজয়-রোহিত জানান, এখন আর তাঁরা এই ধরনের প্র্যাঙ্ক করেন না। কার কখন কোন বিষয়ে খারাপ লেগে যায় কে জানে?
AJAY DEVGN – ROHIT SHETTY TO BEGIN ‘GOLMAAL FIVE’…
2006: #GolmaalFunUnlimited
2008: #GolmaalReturns
2010: #Golmaal3
2017: #GolmaalAgain
Fans of the beloved comedy franchise [#Golmaal] can rejoice.After #SinghamAgain, the Blockbuster combination of #AjayDevgn -… pic.twitter.com/GDTLHLejxB
— taran adarsh (@taran_adarsh) November 9, 2024
উল্লেখ্য, পয়লা নভেম্বর দিওয়ালির কথা মাথায় রেখেই মুক্তি পেয়েছে ‘সিংহম এগেইন’। এবারে রামায়ণের মোড়কে গল্প সাজিয়েছেন রোহিত শেট্টি। আর তাতে আবারও ‘সিংহম’ হিসেবে দেখা গিয়েছে অজয় দেবগনকে। রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’-এর একাধিক চরিত্র রয়েছে এই ছবিতে ‘সূর্যবংশী’ হিসেবে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। ‘সিম্বা’ হয়ে আসেন রণবীর সিং। এছাড়াও ‘সত্যা’র চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ। দীপিকা পাড়ুকোণ হয়েছেন ‘লেডি সিংহম’ শক্তি শেট্টি। এছাড়াও অবনীর চরিত্রে অভিনয় করেছেন করিনা কাপুর। খল চরিত্রে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.