সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনা নিয়ে এবার সরগরম তেলেঙ্গানার বিধানসভা। নাম না করেই সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, পদপিষ্ট মহিলার মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, “এবার সিনেমা হিট।”
সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে আকবরউদ্দিনের ভিডিও শেয়ার করা হয়। সেখানে তেলেঙ্গানার বিধায়ককে বলতে শোনা যায়, “আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না। কিন্তু আমার খবর অনুযায়ী, যখন সেই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। দুটি শিশু পড়ে গিয়েছে, একজন মহিলার মৃত্যু হয়েছে, তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি গোটা সিনেমা দেখেন ও যেতে যেতে ভিড়ের দিকে হাত নেড়ে অভিবাদন জানান। এর পর আবার তিনি বার্তা দিচ্ছেন যে সরকার জুলুম করছে… তিনি তো গিয়ে আহতদের খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করেননি।”
#WATCH | Hyderabad | On Sandhya Theatre incident, AIMIM Leader Akbaruddin Owaisi says, “I do not want to name that famous film star, but as per my knowledge, when that film star was told that there was a stampede outside the theatre, two children had fallen and a woman had died,… pic.twitter.com/eEBH7tSSfd
— ANI (@ANI) December 21, 2024
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকী, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সের রেবতীর। তাঁর ৯ বছরের ছেলে শ্রী তেজাও গুরুতর জখম হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সে।
গত মঙ্গলবার হাসপাতালে শিশুকে দেখতে যান হায়দরাবাদ সিটির পুলিশ কমিশনার সি. ভি. আনন্দ। তাঁর সঙ্গে ছিলেন তেলেঙ্গানা সরকারের স্বাস্থ্যসচিব ডা. ক্রিস্টিনা। কমিশনার জানান, শ্রী তেজাকে যখন উদ্ধার করা হয়েছিল। সেই সময় সে ছিল ব্রেন ডেজ। দমবন্ধ হয়ে তাঁর এমন অবস্থা হয়েছিল। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশকর্মীদের সিপিআর দিতেও দেখা গিয়েছে (ভিডিওর সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটালের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি)। শ্রী তেজাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা।
এদিকে ঘটনার জেরে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু গ্রেপ্তারির কয়েক ঘণ্টার মধ্যেই অন্তর্বতীকালীন জামিন পেয়ে যান অভিনেতা। ছাড়া পাওয়ার পর বিষয়টি নিয়ে শোকপ্রকাশ করেন আল্লু। জানান শ্রী তেজার শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন। তবে আইনি জটিলতার কারণে তার সঙ্গে দেখা করতে যেতে পারছেন না। ৯ বছরের শিশুর দ্রুত আরোগ্য কামনা করেন দক্ষিণী সুপারস্টার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.