সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় রায়নার ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রতি দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। মামলা গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। ঠিক সেই আবহেই বেফাঁস মন্তব্য করে ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগ উঠল আরেক কৌতুকশিল্পীর বিরুদ্ধে। তিনি স্বাতী সচদেবা।
একটা বিতর্কিত মন্তব্যের জেরেই রাতারাতি বদলে গিয়েছে রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) জীবন! মা-বাবার যৌনতা নিয়ে ইউটিউবারের অশ্লীল রসিকতায় চটেছে গোটা দেশ। একের পর এক কটাক্ষাবাণে হু হু করে কমেছে এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যাও। ছিছিক্কার পড়ে গিয়েছিল সর্বত্র। ‘ভারতীয় সংস্কৃতি’, ‘পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য’কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে অসম থেকে মহারাষ্ট্রের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। সম্প্রতি বিতর্কিত ইউটিউবারকে দেশের শীর্ষ আদালত ‘দ্য রণবীর শো’ চালু করার অনুমতি দিলেও ‘মা-বাবার সঙ্গম’ মন্তব্যের জেরে জাতীয় মহিলা কমিশনের কাছে জবাবদিহিও করতে হয়েছে রণবীর এলাহাবাদিয়াকে। সেই ঘটনার খুব বেশি দিন হয়নি! ছাইচাপা আগুনের মতো রেশ এখনও রয়েছে। এমন আবহেই নেটপাড়া খুঁড়ে বের করল মহিলা কমেডিয়ান স্বাতী সচদেবার এক যৌনগন্ধী মন্তব্য। আর সেটাও মাকে নিয়ে। স্বাভাবিকভাবেই নবীন প্রজন্মের নৈতিক বোধ নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্প্রতি এক স্ট্যান্ড-আপ কমেডি শোয়ে স্বাতীকে তাঁর মায়ের সম্পর্কে বলতে শোনা যায়, “সম্প্রতি এক দুর্ঘটনা ঘটে আমার সঙ্গে! আমার মা একদিন আমার সঙ্গে খুব বন্ধুত্বসুলভ আচরণ করছিলেন। যদিও সেটা কোনওদিনই করেন না। আমার ভাইব্রেটর খুঁজে মায়ের হাতে পড়ে গিয়েছিল আসলে। খুব আত্মবিশ্বাসের সঙ্গে এসে বললেন, আমি তো তোমার বন্ধু। আমি ভাবলাম, এবার নিশ্চিত আমার ভাইব্রেটর-টা চাইবেন। মা ইনিয়ে বিনিয়ে প্রথমে সেটাকে ‘গ্যাজেট’ বললেন। তার পরে বললেন এটা তো খেলনা। তো উত্তরে আমি মাকে বললাম যে-এটা তো বাবার। মা তৎক্ষণাৎ বলেন- বোকার মতো কথা বোলো না। তোমার বাবার কী পছন্দ সেটা আমি জানি। তখনই মা আমার কাছে কথায় কথায় ভাইব্রেটর চেয়ে বসেন।” স্বাতী সচদেবার এমন কুৎসিত রসিকতায় চটে লাল নেটপাড়া। একাংশের প্রশ্ন, ‘ভারতের নবীন প্রজন্মের মূল্যবোধ কতটা তলিয়ে গিয়েছে যে মা-বাবাকে নিয়েও নোংরা মন্তব্য করতে পিছপা হয় না এরা।’ আবার কারও প্রশ্ন, ‘সময় রায়না আর রণবীর এলাহাবাদিয়াকে নিয়ে তো অনেক শোরগোল পড়ে গেল, আইনি জটিলতা হল, মেয়ে বলে স্বাতী ছাড় পাবেন? এবার এটার উপরও তদন্ত হোক নাকি?’ কারও কটাক্ষ, ‘কৌতুকের নামে চটুল কথা বলে নোংরামি করা বন্ধ হোক এবার।’
“Mummy pakka mera vibrator udhaar maangne vaali hain”
Samay Raina & Ranveer Allahabadia par to kaafi kaaryavaahi ho gayi. Inke upar bhi hogi kya ?pic.twitter.com/lbkWk0OXg2
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) March 28, 2025
একের পর এক কৌতুকশিল্পী আইনি বিপাকে। রণবীর এলাহাবাদিয়া আবহে মহাকুম্ভ নিয়ে রসিকতা করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতী সিং। সম্প্রতি রিয়ালিটি শোয়ে হোলি ছাপড়িদের বলে আইনি বিপাকে পড়তে হয়েছে ফারহা খানকে। ‘হপ্তা ওয়াসুলি’ কমেডি শোয়ে ‘অশ্লীলতা প্রচারের’ অভিযোগে সদ্য বিতর্কে জড়িয়েছিলেন মুনাওয়ার ফারুকী। এবার এলাহাবাদিয়ার মতোই মা-বাবাকে নিয়ে কুৎসিত যৌনগন্ধী রসিকতা করে বিতর্কে জড়ালেন স্বাতী সচদেবা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.