সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আপনি কি হিন্দু?’ মন্দিরে ঢোকার মুখে এমনই প্রশ্নের মুখে পড়েন দক্ষিণী অভিনেত্রী নমিতা! গোটা ঘটনায় একেবারে হতবাক তিনি। মন্দিরে ঢুকতে গিয়ে যে এমন কথা শুনতে হবে তাঁকে, তা স্বপ্নেও ভাবতে পারেননি অভিনেত্রী।
তা ঠিক কী ঘটে?
সোমবার মাদুরাইয়ের শ্রী মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরে পরিবারকে সঙ্গে নিয়ে পৌঁছে ছিলেন নমিতা। মন্দিরে ঢোকার মুখেই মন্দির কতৃপক্ষ তাঁকে হিন্দু কিনা জানতে চান, শুধু তাই নয়, এর স্বপক্ষে প্রমাণও চান মন্দির কৃতপক্ষ। পুরো বিষয়টা নিয়েই রীতিমতো বিরক্ত হন তিনি। এদেশে এমনটা যে ঘটতে পারে, তা নিয়েও বড্ড অবাক অভিনেত্রী নমিতা।
STORY | Actress Namitha asked to furnish proof of being Hindu at Meenakshi Amman temple
READ: https://t.co/cysNdVfMcz
VIDEO:
(Full video available on PTI Videos – https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/IpYTMPnWX0
— Press Trust of India (@PTI_News) August 26, 2024
গোটা ঘটনা নিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে প্রতিক্রিয়া দিতে গিয়ে নমিতা বলেন, ”মন্দির কতৃপক্ষ শুধু প্রশ্ন করেই ক্ষান্ত দেননি। আমার জাত ও ধর্মের প্রমাণ চেয়েছে। এই প্রমাণ দেখালেই নাকি আমাকে মন্দিরে ঢুকতে দেবে।”
এখানেই শেষ নয়। অভিনেত্রী জানিয়েছেন, ”প্রমাণ দেওয়ার পরেই আমাকে দর্শন করতে দেয়। আমার কপালে কুমকুমও পরিয়ে দেওয়া হয়। এধরনের ঘটনায় খুবই হতবাক আমি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.