সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বলিউডে আছড়ে পড়ল দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় বলিউড অভিনেতা মুকুল দেব (Mukul Dev Died)। মুম্বইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ মুকুল। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও। জানা গিয়েছে, দিন কয়েক ধরেই অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে।
মুকুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ‘সন অফ সর্দার’ ছবির সহ-অভিনেতা বিধু দাড়া সিং। তাঁর আক্ষেপ, “মুকুল নিজেকে বড় পর্দায় দেখে যেতে পারল না।” বলিউড মাধ্যম সূত্রে খবর, একাকীত্বে ভুগছিলেন অভিনেতা। বিধু জানিয়েছেন, বাবা-মায়ের মৃত্যুর পর, মুকুল নিজেকে গুটিয়ে ফেলেছিল। এমনকী ঘর থেকে বেরোতে বা কারও সাথে দেখা করতেও যেত না। গত কয়েকদিন ধরে ওঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়। মুকুলের ভাই এবং ওঁর পরিবার-পরিজনদের প্রতি আমার সমবেদনা। অসাধারণ একজন মানুষ ছিল মুকুল এবং আমরা সবাই ওঁকে খুব মিস করব।” সিনেমা-সিরিয়ালে একাধিকবার খলচরিত্রে নজর কেড়েছিলেন মুকুল। টলিউড সুপারস্টার জিতের আওয়ারা সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪।
মুকুলের বন্ধু তথা অভিনেত্রী দীপশিখা নাগপালও ইনস্টাগ্রামে প্রয়াত অভিনেতার সঙ্গে একটি ছবি পোস্ট করে শোকপ্রকাশ করেছেন। দীপশিখার আক্ষেপ, “মুকুল কখনও ওঁর শরীর-স্বাস্থ্য নিয়ে আমাদের কারও সঙ্গে কথা বলেনি। হোয়াটসঅ্যাপে বন্ধুদের গ্রুপে প্রায়শই কথা হত ওঁর সঙ্গে। তার পর”সকালে এই খবর শুনে ঘুম থেকে উঠলাম। ও আর কখনও আমাদের ফোন ধরবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.