সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগ বির মতো চুল, বিগ বির মতো দাড়ি। আদব-কায়দাও একেবারে বিগ বির মতো। ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে জুনিয়ার অমিতাভ বা অমিতাভ ডুপ্লিকেট নামেই চেনে। প্রয়াত সেই অভিনেতা ফিরোজ খান। ২৩ মে বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। সম্প্রতি তিনি অভিনয় করছিলেন ‘ভাবিজি ঘর পর হ্য়ায়’ টেলি ধারাবাহিকে।
২০১৫-২০২১ পর্যন্ত এই ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘জিজাজি ছাদ পর হ্যায়’ ‘সাহেব বিবি অউর বস’, ‘হাপ্পু কি উলটান পালটান’, ‘শক্তিমান’-এর মতো টেলি ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন ফিরোজ। তবে শুধু ধারাবাহিক নয়, বলিউড সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। এমনকী, স্ট্য়ান্ড আপ কমেডি শোয়েও নাম করেছিলেন ফিরোজ।
প্রসঙ্গত, অভিনেতা ফিরোজ খান শুধু অমিতাভ বচ্চন নয় দীলিপ কুমার, শাহরুখ খান, ধর্মেন্দ্র, সানি দেওলের মিমিক্রি করার জন্যও জনপ্রিয় ছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.