Advertisement
Advertisement
Aamir Khan

অবসর চাইছেন আমির খান, বিশাল প্রযোজনা সংস্থার দায়িত্ব সামলাবেন ছেলে জুনেইদ!

পর পর ফ্লপের ধাক্কাতেই কি অবসর চাইছেন আমির খান! প্রযোজনা সংস্থার দায়িত্বে ছেলে?

Aamir Khan Told Junaid Khan He's 'Retiring', Asked Son To Take Over Production House
Published by: Sandipta Bhanja
  • Posted:August 3, 2024 2:50 pm
  • Updated:August 3, 2024 2:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমির খান (Aamir Khan)। নামটাই সিনে-ব্যাকরণ শেখার জন্য যথেষ্ট। একাধারে তিনি যেমন পরিচালক, তেমনই ক্যামেরার খুঁটিনাটিও তার ভালোই জানা। শুধু কী তাই? তিনি বলিউড সিনেপাড়ার ‘প্রোমোশন গুরু’! সিনেমাকে কীভাবে দর্শকদের প্লেট অবধি পৌঁছে দিতে হয়, সেটা আমির খান একাধিকবার ছবি রিলিজের আগে বুঝিয়ে দিয়েছেন। তবে বছরখানেক ধরেই বক্সঅফিসে মিস্টার পারফেকশনিস্ট-এর বাজার মন্দা! একের পর এক ফ্লপের ধাক্কাতেই সম্ভবত এবার অবসর নিতে চাইছেন আমির খান। জানালেন খোদ জুনেইদ (Junaid Khan), বলিউড সুপারস্টারের জেষ্ঠপুত্র। শুধু তাই নয়, আমির খান প্রযোজনা সংস্থার ভবিষ্যৎ নিয়েও বড় ইঙ্গিত দিলেন তিনি।

শেষ ৮ বছরে ‘হিট’-এর মুখ দেখেননি আমির খান। যে দুটো সিনেমার জন্য এক বুক আশা রেখেছিলেন, কোমর বেঁধে বহু কসরত করেছিলেন, সেই দুটো ছবির ব্যবসাই বিশ বাঁও জলে গিয়েছে। বহু পরিশ্রমের ফসল ‘ঠাগস অফ হিন্দোস্তান’ দিয়ে ডুবেছিলেন। আর ‘লাল সিং চাড্ডা’ও ফেরাতে পারেনি তাঁর কপাল। তারপর থেকেই যেন খানিকটা মুষড়ে পরেছেন আমির খান (Aamir Khan)। বর্তমানে লাইমলাইটের আড়ালেই থাকতে পছন্দ করেন। দুই বন্ধু শাহরুখ-সলমন মধ্যস্থতা করেও লাভ হয়নি! এদিকে আমির খানকে ফের পুরোন ঝাঁজে সিনেপর্দায় দেখতে মরিয়া দর্শক অনুরাগীরা। সেই আবহে ‘মহারাজ’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেই কার্যত বোমা ফাটালেন জুনেইদ খান।

Advertisement

[আরও পড়ুন: মায়ের কথাই শিরোধার্য, বেশি বয়সেও দাদার বিয়ে দিয়ে কর্তব্য পালন অপরাজিতা আঢ্যর]

সম্প্রতি এক সক্ষাৎকারে আমিরপুত্র জানিয়েছেন, তাঁর বাবার মন এখন অবসরের দিকে। রিটায়ারমেন্ট নিতে চাইছেন। প্রযোজনা সংস্থার ভবিষ্যৎ নিয়ে জুনেইদের মন্তব্য, “প্রযোজনা নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। অনেক সিনেমার সেটে থেকেছি। ক্যামেরার নেপথ্যে যেমন কাজ করেছি, তেমন ‘পিকে’ ছবির সময়ও কাজ করেছি। বহু বিজ্ঞাপনী ভিডিও শুট করেছি। এই তো ‘মহারাজ’-এর শুটিংয়ের পরও আমাদের আমির খান প্রযোজনা সংস্থার একটা প্রজেক্টের কাজ চলছিল, সেখানেও থেকেছি। কিরণ (রাও) তখন ‘লাপাতা লেডিজ’ তৈরি করছেন। আর বাবা ওই সারাদিন ‘অবসর নেব…’ পর্বের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমাকে বারবার বলতেন তখন- ‘আমি তো অবসর নিচ্ছি, তুমি নাহয় এবার প্রযোজনা সংস্থার দায়িত্বটা সামলাও।’ তো এইরকম একটা সময়ে আমি প্রযোজনা সংস্থায় ঢুকলাম। প্রযোজনা নিয়ে আমার ভাবনা বা চিন্তাধারা একটু আলাদা। আমি মনে করি ফিল্মমেকিংয়ের অন্যতম কঠিন দায়িত্ব এটা।” তাহলে কি এবার সিনেদুনিয়াকেই বিদায় জানাতে চলেছেন আমির খান? উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভেই।

[আরও পড়ুন: হাজার কোটির দুর্নীতিতে ED ছুটছে পিছনে! ৩ কোটির গাড়ি কিনে ‘দেখনদারি’ রাজ-শিল্পার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement