Advertisement
Advertisement

Breaking News

Laapataa Ladies

হলিউড হিন্দি বোঝে না! অস্কার জিততে ‘লাপাতা লেডিজ’-এর নাম বদলালেন কিরণ-আমির

সিনেমার নতুন নাম কী রাখা হল?

Aamir Khan, Kiran Rao Change Laapataa Ladies Title Ahead Of Oscar Campaign
Published by: Sandipta Bhanja
  • Posted:November 13, 2024 3:18 pm
  • Updated:November 13, 2024 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের গাঁয়ের বধূদের ঘোমটার অন্তরালের যন্ত্রণা কাহিনি এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের দৌলতে পৌঁছে যাবে গোটা বিশ্বে। আসন্ন অস্কারে ভারতের অফিশিয়াল এন্ট্রি ‘লাপাতা লেডিজ’। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সেরা বিদেশি ছবির বিভাগে পাঠানো হয়েছে কিরণ রাও পরিচালিত এবং আমির খান (Aamir Khan) প্রযোজিত এই ছবিকে। ফিল্ম ফেডারেশনের এমন সিদ্ধান্তে বেজায় আপ্লুত কিরণ রাও। তবে ২০২৫ সালের অস্কার দৌড়ে জিততে কিনা সিনেমার নামটাই বদলে ফেললেন কিরণ-আমির !

আন্তর্জাতিক মঞ্চে উপযুক্ত কদর পেতে পরিচালক-প্রযোজক জুটি সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ছবির নামে বদল আনবেন। যেমন বলা, তেমন কাজ। অস্কার ক্যাম্পেইনের আগেই বদলে গেল ‘লাপাতা লেডিজ’ (Laapataa Ladies) সিনেমার নাম। আমির খানের প্রযোজনা সংস্থার তরফে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই পরিবর্তিত নাম ঘোষণা করা হয়েছে। সেই পোস্টেই উল্লেখ, বিশ্বের দরবারে পরিচিতির জন্য ‘লাপাতা লেডিজ’-এর নাম পরিবর্তন করে ‘লস্ট লেডিজ’ (Lost Ladies) করা হল। পাশাপাশি নতুন নামে সিনেমার নয়া পোস্টারও প্রকাশ্যে আনলেন আমির খান এবং কিরণ রাও।

Advertisement

এদিকে মঙ্গলবারই নিউ ইয়র্কে সেলেব্রিটি শেফ বিকাশ খান্না ‘লস্ট লেডিজ’-এর স্পেশাল স্ক্রিনিংয়ের আোজন করেছিলেন। সেই ছবি পোস্ট করে তিনি আমির-কিরণের প্রশংসা করার পাশাপাশি অস্কার দৌড়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। উল্লেখ্য, কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’-এর অস্কার নমিনেশন নিয়ে কম বিতর্ক হয়নি! নেটিজেনদের একাংশ দাবি তুলেছিলেন, কেন পায়েল কাপাডিয়ার কানজয়ী ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে পাঠানো হল না? তবে বিতর্ককে উপেক্ষা করে অস্কারের জন্য কোমর বাঁধছে ‘লাপাতা লেডিজ’ টিম। ‘গাঁয়ের বধূ’দের কথা যে দর্শকদের এত পছন্দ হবে, তা আগে অনেকেই বুঝতে পারেনি। কিন্তু, স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টার মতো তরুণ তুর্কিদের নিয়ে কামাল দেখিয়েছেন পরিচালক কিরণ রাও। দর্শক, এমনকী সমালোচক মহলেও তুমুল প্রশংসিত ‘লাপাতা লেডিজ’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement