সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাল সিং চাড্ডা’র ভরাডুবির পর সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আমির খান কি আর বড়পর্দা ছাড়া থাকতে পারেন? কামব্যাকের সিদ্ধান্ত নিতেই একসঙ্গে ছয়-ছয়টি সিনেমার চুক্তি সই করে ফেলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশন’। এত ছবির কাজ একসঙ্গে কেন? দিলেন জবাব।
‘লাল সিং চাড্ডা’ ছবির বক্স অফিসে ভরাডুবি আমির খানের কাছে বড় ধাক্কা। এর পর নিজেকে একেবারে গুটিয়ে নেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সোশাল মিডিয়াও ত্যাগ করেন। কিন্তু কাছের মানুষদের পরামর্শেই নাকি আবার কামব্যাকের সিদ্ধান্ত নেন। প্রযোজক হিসেবে ‘লাপাতা লেডিজ’ সিনেমাতেই কামব্যাক করেছেন তিনি। এই ছবিই এবার অস্কারে ভারতের অফিশিয়াল এন্ট্রি। অভিনেতা আমির খান বড়পর্দায় ফিরছেন ‘সিতারে জমিন পর’ সিনেমার হাত ধরে। সেই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলেই খবর।
‘সিতারে জমিন পর’-এর পাশাপাশি বাকি ছবির কাজও চালিয়ে যাচ্ছেন আমির। বিষয়টি নিয়ে এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুপারস্টার বলেন, “আমি জীবনে কখনও ছটি ছবির কাজ একসঙ্গে করিনি। তবে এর একটা কারণ রয়েছে। আমি যখন সিনেমা না ছাড়ার সিদ্ধান্ত নিলাম আমার মাথায় আরেকটি চিন্তা এল। ভাবলাম, আর হয়তো মাত্র ১০ বছর আমার কাজ করার শক্তি থাকবে। এই তো সময়!”
আমির জানান, আগামীর কোনও ভরসা নেই। কে জানে হয়তো কালই কিছু একটা ঘটে যেতে পারে। এখন তাঁর বয়স ৫৯। দশ বছর পর প্রায় সত্তর বছর বয়স হয়ে যাবে। তখন হয়তো আর তাঁর এত সক্রিয়তা থাকবে না। সেই কারণেই তিনি এখন যত পারছেন কাজ করে নিচ্ছেন। যদিও আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও তাঁর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। এই প্রসঙ্গে তিনি আবার কিংবদন্তি হলিউড অভিনেতা ক্লিন্ট ইস্টউডের উদাহরণ দেন। যিনি নব্বই পেরিয়েও অভিনয় করে চলেছেন। এতে আবার আমিরের বক্তব্য, সবাই ক্লিন্টের মতো হতে পারেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.