Advertisement
Advertisement
Aamar Boss

৭টি আন্তর্জাতিক ছবির সঙ্গে লড়াইয়ে নন্দিতা-শিবুর ‘আমার বস’, বাংলা সিনেমার পথ সুগম হচ্ছে?

ভারত থেকে নির্বাচিত ৩টি সিনেমার মধ্যে 'আমার বস' অন্যতম।

Aamar Boss to compete with 7 international films at the 55th IFFI
Published by: Sandipta Bhanja
  • Posted:November 13, 2024 7:59 pm
  • Updated:November 13, 2024 7:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে কথা ছিল, গ্রীষ্মকালীন প্রেক্ষাগৃহে পাড়ি দেবে ‘আমার বস’ (Aamar Boss)। এই সিনেমার বিশেষ আকর্ষণ অবশ্যই মুখ্য ভূমিকায় রাখি গুলজারকে পাওয়া। তবে রিলিজের দিনক্ষণ পিছলেও একের পর এক প্রাপ্তিযোগ নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির ছবির ঝুলিতে। গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় দেখানো হবে এই সিনেমা। সেখবর আগেই পাওয়া গিয়েছিল। তবে এবার আরও চমকপ্রদ তথ্য অনুরাগীদের জন্য!

ইন্ডিয়ান প্যানোরমা বিভাগের পাশাপাশি ৫৫তম গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেই আইসিএফটি- ইউনেসকো গান্ধী মেডেল প্রতিযোগিতা বিভাগে সাত-সাতটি আন্তর্জাতিক ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘আমার বস’। এই বিভাগের জন্য মোটে তিনটি ভারতীয় ছবি নির্বাচিত হয়েছে। তার মধ্যে অন্যতম নন্দিতা-শিবপ্রসাদের ‘আমার বস’। আর বাকি দুটোর মধ্যে একটি অসমিয়া ছবি ‘জুঁইফুল’ এবং অন্যটি হিন্দি ছবি ‘শ্রীকান্ত’। সেই প্রেক্ষিতেই উল্লেখ্য, যেখানে বাংলা সিনেমার ‘সুদিন’ নিয়ে বছর খানেক ধরেই চর্চা চলছে, কিংবা একাধিকবার শোনা গিয়েছে- ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ানো’র আর্তি, সেখানে গোয়া চলচ্চিত্র উৎসবে ‘আমার বস’-এর এহেন মাইলস্টোন কি বাংলা ছবির পথ আরও সুগম করবে? ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে সেই উত্তর।

Advertisement

নন্দিতা-শিবুর হাত ধরেই দীর্ঘ একুশ বছর বাদে বাংলা ছবিতে প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের। বহু বছর আগে বাংলায় তাঁকে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’ ছবিতে পাওয়া গিয়েছিল। এছাড়া গৌতম হালদারের ‘নির্বাণ’ ছবিতে থাকলেও বেশি দর্শকের দেখার সুযোগ হয়নি। কারণ, সেই সিনেমা মুক্তি পেয়েছিল ফিল্ম ফেস্টিভ্যালে। সেই অর্থে ‘শুভ মহরত’-এর পর ‘আমার বস’ ছবি দিয়েই বাংলার প্রেক্ষাগৃহে প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের। চলতি বছর জানুয়ারি মাসেই কলকাতায় শুটিং করে গিয়েছিলেন রাখি গুলজার (Rakhee Gulzar)। বাঙালি খানাপিনা, ঝরেঝরে বাংলা সংলাপ, কলকাতার শাড়ি, ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, প্রবীণ বঙ্গকন্যা যেন সেটে ‘ষোড়শী’র মতোই ছুটে শুটিং করেছিলেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement