সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর মরশুমে ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’। ছবির পয়লা ঝলক প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং ছিল। প্রতিবাদী শহরের মন খারাপেও দর্শকরা যে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, শিবপ্রসাদ ও নন্দিতার বহুরূপীকে, তা বলাই বাহুল্য। তবে এবার আর শুধুই ঝলক নয়, বহুরূপীর প্রথম গান শিমূল-পলাশ গান প্রকাশ্যে আসতেই হইচই। লোকগানের ছন্দে শিবপ্রসাদ ও কৌশানীর জমজমাট প্রেমও নজর কাড়ল সবার। আর সেই গানেরই প্রশংসায় পঞ্চমুখ অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। টুইট করে এই গানের সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী ও ‘বহুরূপী’ টিমকে শুভেচ্ছা জানালেন রহমান।
নব্বইয়ের দশকে ঘটে যাওয়া দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাতি এবং সেই ঘটনার নেপথ্যের যড়যন্ত্রকারী, আর তাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা নিয়েই ছবির গল্প আবর্তিত হয়েছে। গত বছরের পুজোয় বক্স অফিসের গেম চেঞ্জার ছিল তাঁদের ‘রক্তবীজ’। সেই ছবিতে আইজি পঙ্কজ সিনহা হয়ে নজর কেড়েছিলেন আবির। এবারে তিনি একেবারে মারকাটারি মেজাজে হয়েছেন এসআই সুমন্ত ঘোষাল। অন্যদিকে ধুরন্ধর ‘বহুরূপী’ বিক্রমের চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঋতাভরী চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়।
Best wishes to Bonnie Chakraborty and his team for the song launch 🎵 Shimul Polash 😃👍
🔗 https://t.co/uyX1Qy9pCH #Bohurupi#WindowsProductionHouse#ShiboprosadMukherjee#NanditaRoy#BonnieChakraborty
— A.R.Rahman (@arrahman) September 13, 2024
উল্লেখ্য, ৮ অক্টোবর ওই একই দিনে আবার মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’। দেব-রুক্মিণী এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো তারকাখচিত ছবির সঙ্গে বক্স অফিসে কতটা টেক্কা দিতে পারে ‘বহুরূপী’? নজর থাকবে সেদিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.