Advertisement
Advertisement

Breaking News

পৈতৃক ভিটে, শ্যাওলা ধরা সম্পর্কের গল্প বলবে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’, প্রকাশ্যে চরিত্রদের লুক

শীতের শহরে আসছে মানসী সিনহা পরিচালিত দ্বিতীয় ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'।

5 no Swapnamoy Lane, directed by Manasi Sinha look out
Published by: Sandipta Bhanja
  • Posted:October 26, 2024 1:45 pm
  • Updated:October 26, 2024 9:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার পরিচালকের দায়িত্ব কাঁধে নিয়েই বক্স অফিসে বাজিমাত করেছিলেন মানসী সিনহা। ‘এটা আমাদের গল্প’তে শাশ্বত-অপরাজিতা জুটির হাত ধরে প্রায় ২ কোটি টাকার ব্যবসা করেছিল তাঁর পয়লা সিনেমা। এবার ফের একবার সম্পর্কের গল্প নিয়ে হাজির হতে চলেছেন অভিনেত্রী তথা পরিচালক মানসী। পৈতৃক ভিটে পুনরুদ্ধারের জন্য দুই তুতো ভাইয়ের আবেগঘন সফরের গল্প বলবে তাঁর পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘৫ নম্বর স্বপ্নময় লেন’।

Advertisement

কাস্টিংও তুখর। খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, সায়ন সূর্য, ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মতো দক্ষ অভিনেতারা ‘৫ নম্বর স্বপ্নময় লেন’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন। সদ্য মুক্তি পেল তাঁদের লুক। এই ছবি প্রসঙ্গে মানসী বলছেন, “আমি বিশ্বাস করি, গল্পই আদতে প্রতিটা ছবির নায়ক বা নায়িকা। দর্শকরা এখনও ভালো গল্প দেখতেই হলমুখো হন। আর আমি এটা আমার পরিচালিত প্রথম সিনেমা ‘এটা আমাদের গল্প’ দিয়েই প্রমাণ পেয়েছি। তাই ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ ছবিটিকেও যে দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দেবেন। সেটা আমার বিশ্বাস।”

মানসী পরিচালিত এই সিনেমার প্রযোজনায় আবারও শুভঙ্কর মিত্রর ধাগা প্রযোজনা সংস্থা। শীতের শহরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার মানসী সিনহার সিনেমায় কাজ করছেন অপরাজিতা আঢ্য। অভিনেত্রী জানালেন, “বর্তমান সময়ে আমরা সকলেই একটু ভালো থাকা বা বিলাসবহুল জীবনযাপনের জন্য এত ছুটছি যে, আমাদের পরিবার-সম্পর্ক এবং আশেপাশের সমস্ত যোগাযোগগুলে ক্রমশই হারিয়ে ফেলছি। এই সিনেমাটা আমাদের কাছের মানুষদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখার গল্প তুলে ধরবে। মানসীর এই ছবির গল্পের সঙ্গে যে দর্শকরাও একাত্মবোধ করবেন এবং ভালোবাসায় ভরিয়ে দেবেন, সেটা নিয়ে আমি আশাবাদী।” ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ ছবির চিত্রনাট্যও লিখেছেন মানসী সিনহা। সিনেমাটোগ্রাফির দায়িত্বে সৌভিক বসু। এবং সঙ্গীত পরিচালনা করছেন জয় সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement