Advertisement
Advertisement
Vikrant Massey

মাত্র ৩৭-এই অভিনয়কে ‘আলবিদা’, জাতীয় পুরস্কার পেয়েও কেন বাণপ্রস্থে বিক্রান্ত?

বিক্রান্তের সিদ্ধান্তে মনখারাপ ভক্তদের।

Vikrant Massey: '12th Fail' actor announces break from films
Published by: Sandipta Bhanja
  • Posted:December 2, 2024 9:59 am
  • Updated:December 2, 2024 1:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল্মি কেরিয়ার মধ্যগগনে। জাতীয় পুরস্কার। সিনেসমালোচক থেকে দর্শকমহলের কলমে ঝকঝকে মার্কশিট। ‘টুয়েলভথ ফেল’ দিয়ে বক্স অফিসের অঙ্কেও ফুলমার্কস নিয়ে পাশ করেছেন। টেলিপর্দা থেকে অভিনয় সফর শুরু করা সেই ছেলেটি বড়পর্দাতেও অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন। যাঁর হাতে ধরা দিয়েছে জাতীয় পুরস্কারও। সদ্য ‘ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের’ খেতাব পেয়েছেন ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। আর দেড় দশকের তিল তিল করে গড়ে তোলা কেরিয়ারে যখন সদ্য সাফল্য ধরা দিয়েছে, তখনই অভিনয় থেকে বাণপ্রস্থ ঘোষণা করলেন বিক্রান্ত মাসে (Vikrant Massey)।

বিক্রান্তের হাতে বর্তমানে একের পর এক ছবি। রবিশংকরের বায়োপিকেও কাজ করছেন। যা কিনা আন্তর্জাতিক ময়দানে রিলিজ করার কথা। সম্প্রতি ধর্মগুরুর সঙ্গে দেখাও করে এসেছেন। ‘দ্য সবরমতী রিপোর্ট’-এ এক সাংবাদিকের চরিত্রে তুখড় অভিনয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ পর্যন্ত তাঁর পিঠ চাপড়ে দিয়েছেন। এহেন অভিনেতা যখন রবিবার ভোররাতে আচমকাই সিনেদুনিয়াকে আলবিদা জানানোর ঘোষণা করলেন, তখন আসমুদ্র হিমাচলের ভক্তদের মন খারাপ। এবার প্রশ্ন, এটা কি সাময়িক বিরতি না বরাবরের জন্য ফিল্মি দুনিয়া থেকে অবসর নিলেন বিক্রান্ত মাসে? তাঁর ইনস্টা পোস্টে অবশ্য ধোঁয়াশা রেখেছেন অভিনেতা।

Advertisement

এদিন বিক্রান্ত তাঁর ইনস্টা পোস্টে লেখেন, ‘গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব। যতক্ষণ না সময় সঠিক সময় আসবে।’ সেই পোস্টেই অভিনেতার সংযোজন, ‘শেষ ২টো সিনেমা এবং আরও কত স্মৃতি। সকলকে অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য। চিরকাল ঋণী থাকব।’ বিক্রান্ত মাসের এই পোস্ট দাবানল গতিতে ভাইরাল হওয়ার পর থেকেই মনখারাপ ভক্তদের। কিছুতেই তাঁর অভিনয় থেকে বাণপ্রস্থে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikrant Massey (@vikrantmassey)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement