সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া৷ ইয়ং প্রফেশনাল (ফিনান্স) পদে ৭০ জনকে নিয়োগ করা হবে৷ আপাতত দু’বছরের চুক্তির ভিত্তিতে নির্ধারিত শূন্যপদে হবে নিয়োগ৷ সংস্থা এবং কর্মীর সম্পর্কের উপর ভিত্তি করে ওই চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে৷ ১১ডিসেম্বর পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে৷ ইচ্ছুক প্রার্থীরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.nhai.gov.in গিয়ে আবেদন করতে পারেন৷
ইয়ং প্রফেশনাল (ফিনান্স) পদে মোট ৭০জনকে নিয়োগ করা হবে৷ তার মধ্যে সাধারণদের জন্য ৩৭টি পদ সংরক্ষিত৷ এসসিদের জন্য সংরক্ষিত পদ ১০টি৷ এসটিদের জন্য ৫টি এবং ওবিসিদের জন্য ১৮টি পদ সংরক্ষিত৷
শিক্ষাগত যোগ্যতা:
১. এই পদে আবেদনের জন্য যে কোনও অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে৷
২. এমবিএ ডিগ্রি থাকলেও এই শূন্যপদে আবেদন করা যাবে৷
৩. ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, বাজেটিং, অডিট, কনট্র্যাক্ট ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজমেন্টের কাজের সঙ্গে কোনওভাবে জড়িতরাও এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷
বয়স:
এই শূন্যপদে আবেদনকারীকে ১১ ডিসেম্বর, ২০১৮-র হিসাবে ৩২ বছর বা তার বেশি হতেই হবে৷ সরকারি নিয়মানুযায়ী, এসসি, এসটি তালিকার অন্তর্ভুক্ত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন৷
বেতন:
ইয়ং প্রফেশনাল (ফিনান্স) পদে চাকরিপ্রাপ্তরা মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন৷
আবেদনের পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.nhai.gov.in গিয়ে একমাত্র আবেদন করতে পারবেন৷ ১১ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে৷ ফর্ম ফিলআপের পরই একটি রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে৷ আবেদনকারীর কাছে রেজিস্ট্রেশন ফর্মের একটি প্রিন্ট আউট থাকা বাঞ্ছনীয়৷ পরীক্ষার দিনক্ষণ জানার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটেই নজর রাখতে হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.