Advertisement
Advertisement
Community Health Assistant

নার্সিং প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য সুখবর, রয়েছে মোটা বেতনের সরকারি চাকরির সুযোগ

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

West Bengal State Health & Family Welfare Samiti, Paschim Bardhaman invites online applications for Community Health Assistant । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 1, 2022 4:08 pm
  • Updated:July 1, 2022 4:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (সিএইচএ) (Community Health Assistant ) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় এই পদে মোট ১২২ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:

Advertisement
  • আবেদনকারীকে অবশ্যই এএনএম অথবা জিএনএম কোর্স পাশ হতে হবে।
  • ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে।
  • আবেদনকারীর বাংলা ভাষায় দক্ষতা থাকা বাঞ্ছনীয়।
  • পশ্চিম বর্ধমানের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: মাধ্যমিক পাশেই মিলতে পারে রাজ্যের নার্সিং স্কুল এবং কলেজে চাকরি, আবেদন করেছেন তো?]

আবেদনের পদ্ধতি:

https://www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
দ্য সিএমওএইচ অ্যান্ড মেম্বার সেক্রেটারি, অফিস অফ দ্য সিএমওএইচ, কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ, আসানসোল, পশ্চিম বর্ধমান, পিন: ৭১৩৩০৫।

আবেদনের শেষ দিন:
আগামী ১১ জুলাইয়ের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

আবেদনকারীকে অবশ্যই https://www.wbhealth.gov.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: আগামী দেড় বছরে দেশে ১০ লক্ষ চাকরি হবে, কর্মসংস্থানে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement