Advertisement
Advertisement
West Bengal State Health & Family Welfare Samiti District Programme Coordinator

মোটা বেতনে মিলতে পারে রাজ্য সরকারি চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শর্ত

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

West Bengal State Health & Family Welfare Samiti invites online application for District Programme Coordinator ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 7, 2021 5:25 pm
  • Updated:July 7, 2021 5:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি ‘ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর’ (District Programme Coordinator) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই পদে মোট ১৩ জনকে নিয়োগ করা হবে। তার মধ্যে সাধারণ (জেনারেল) প্রার্থীদের জন্য রয়েছে মাত্র ২টি আসন। তফসিলি জাতির প্রার্থীদের জন্য ৭টি এবং তফসিলি উপজাতির জন্য ২টি আসন সংরক্ষিত ১টি। অন্যান্য অনগ্রসর শ্রেণি ১টি আসন সংরক্ষিত। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
সোশ্যাল সায়েন্স অথবা এমএসডব্লুতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে। সঙ্গে অবশ্যই কম্পিউটারের জ্ঞান থাকা বাঞ্ছনীয়। কিংবা হিউম্যান রিসোর্স/হেলথ কেয়ারে এমবিএ কিংবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর হলে আবেদন করা যেতে পারে।
অভিজ্ঞতা:
যেকোনও স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী ন্যূনতম ২২ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: আপনি মাধ্যমিক পাশ? চাকরি পেতে পারেন Indian Army-তে, আজই আবেদন করুন]

আবেদনের পদ্ধতি:
https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

আবেদনের ফি:
সাধারণ বা জেনারেল প্রার্থীদের আবেদনের ফি হিসাবে ১০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনকারীকে অবশ্যই https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Indian Navy-তে মোটা বেতনের চাকরি পেতে পারেন আপনিও, জেনে নিন শর্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub