Advertisement
Advertisement
West Bengal State Health & Family Welfare Samit invites online application for the posts of Public Health Manager

Govt Jobs 2021: মাস্টার্স ডিগ্রি থাকলেই মিলতে পারে রাজ্য স্বাস্থ্যদপ্তরে চাকরি, আবেদনের শর্ত জানেন?

আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

West Bengal State Health & Family Welfare Samit invites online application for the posts of Public Health Manager । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 15, 2021 4:36 pm
  • Updated:November 15, 2021 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ৬৭টি শূন্যপদে পাবলিক হেলথ ম্যানেজার (Public Health Manager) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্য স্বাস্থ্য এবং পরিবার উন্নয়ন সমিতি বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারেন।

আবেদনকারীর যোগ্যতা:

Advertisement
  • ডেন্টাল/নার্সিং স্নাতক কিংবা জীববিদ্যা/অর্থনীতিতে মাস্টার্স অথবা সমাজবিদ্যায় স্নাতক-সহ পাবলিক হেলথ/কমিউনিটি হেলথ এবং সোশ্যাল মেডিসিনে মাস্টার্স কিংবা হিউম্যান রিসোর্স/হেলথ কেয়ারে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • এমএস অফিস সম্পর্কে জ্ঞান থাকা বাঞ্ছনীয়।

[আরও পড়ুন: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে রেলে চাকরি, আবেদন করছেন তো?]

অভিজ্ঞতা:
যেকোন স্বাস্থ্য সংক্রান্ত প্রজেক্টে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

আবেদনের ফি:
জেনারেল বা সাধারণ প্রার্থীদের আবেদনের ফি ১০০ টাকা। যেকোনও সংরক্ষিত প্রার্থীদের আবেদনের জন্য ৫০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।

আবেদনের দিনক্ষণ:
আগামী ১৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারেন।

আবেদনকারীকে https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Govt Jobs 2021: রাজ্যে ৬ হাজারেরও বেশি নার্স নিয়োগ, আবেদন করতে ভুলবেন না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement