Advertisement
Advertisement
Civil judge (junior division)

আইন নিয়ে কাজ করতে চান? রয়েছে সুযোগ, জেনে নিন বিস্তারিত

জেনে নিন আবেদনের শর্ত।

West Bengal Public Service Commission invites online application for the post of civil judge (junior division) । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 12, 2021 5:14 pm
  • Updated:July 12, 2021 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি আইনে স্নাতক? আইন নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ, বিচারক বা সিভিল জজ (জুনিয়র ডিভিশন) (Civil Judge – Junior Division) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ৫ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের শর্ত:
১. আগ্রহী প্রার্থীর অবশ্যই আইনের (Law) ডিগ্রি থাকতে হবে।
২. আগ্রহী প্রার্থীকে যেকোনও রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের বার কাউন্সিলের সদস্য হতে হবে।
৩. বাংলা ভাষায় লিখতে, বলতে এবং পড়তে পারার দক্ষতা থাকতে হবে। তবে যাঁদের মাতৃভাষা নেপালি তাঁদের ক্ষেত্রে এই শর্ত কার্যকর নয়।

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
১০ জুলাই, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২৩ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: দেশের সেবায় সেনাবাহিনীতে যোগ দিতে চান? জেনে নিন শর্ত]

আবেদনের পদ্ধতি:
https://wbpsc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আগ্রহীরা আবেদন করতে পারেন।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
এমসিএ ধরনের প্রশ্নে প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। তবে কবে, কোথায় পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে https://wbpsc.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আজই আবেদন করুন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement