সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি অধ্যাপনা করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Asistant Professor) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। মোট শূন্যপদ ৫৮টি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারেন। তবে তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
কোন বিভাগে কত শূন্যপদ:
মোট শূন্যপদ: ৫৮টি
সেরামিক টেকনোলজি: ১
সিভিল ইঞ্জিনিয়ারিং: ৭
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ৩
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৬
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ৮
এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ১
ইনফর্মেশন টেকনোলজি: ৩
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১৩
টেক্সটাইল টেকনোলজি: ৩
টেক্সটাইল টেকনোলজি অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট: ৩
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের হিসাবে সর্বোচ্চ ৩৬ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাওয়া যাবে।
বেতন:
১৫ হাজার ৬০০ টাকা থেকে ৩৯ হাজার ১০০ টাকা।
আবেদনের পদ্ধতি:
https://wbpsc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদনের শেষ দিন:
২৯ জুলাই, ২০২১ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।
আবেদনের ফি:
সাধারণ বা জেনারেল প্রার্থীদের ২১০ টাকা আবেদনের ফি হিসাবে ব্যাংকে জমা দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি কিংবা বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন প্রার্থীদের আবেদনে কোনও ফি লাগবে না।
এছাড়া আবেদন সংক্রান্ত যেকোনও খুঁটিনাটি তথ্যের জন্য https://wbpsc.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.