Advertisement
Advertisement
পুলিশ

স্নাতক হলেই রাজ্য পুলিশে মিলবে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

২৪ ডিসেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

West Bengal Police invites application for Staff Officer-cum-Instructor

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:November 23, 2019 3:45 pm
  • Updated:November 23, 2019 3:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য পুলিশ। স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর পদে মোট ১২৫ জনকে নিয়োগ করা হবে। পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারেন। www.wbpolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর পদে মোট ১২৫ জনকে নিয়োগ করা হয়েছে। তার মধ্যে ৬৭টি আসন সাধারণ বা জেনারেলদের জন্য সংরক্ষিত। বাকিগুলির মধ্যে ২৮টি তফসিলি জাতি এবং ৮টি তফসিলি উপজাতি ও বাকি ২২টি শূন্যপদ অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সংরক্ষিত।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় লেখা, বলা এবং পড়ায় দক্ষ হতে হবে।
{দার্জিলিং কিংবা কালিম্পংয়ের বাসিন্দাদের ক্ষেত্রে ভাষাগত শর্ত বাঞ্ছনীয় নয়}

শারীরিক মাপজোক:
পুরুষ প্রার্থী
উচ্চতা: ১৬৭ সেন্টিমিটার (গোর্খা, রাজবংশী, গারওয়ালি এবং তফসিলি উপজাতির ক্ষেত্রে উচ্চতা ১৬০ সেন্টিমিটার হলেই চলবে)
ছাতি(না ফুলিয়ে): ৭৮ সেন্টিমিটার (গোর্খা, রাজবংশী, গারওয়ালি এবং তফসিলি উপজাতির ক্ষেত্রে ৮১ সেন্টিমিটার)
ওজন: আবেদনকারীর উচ্চতার অনুপাতে ওজন হওয়া বাঞ্ছনীয়।

মহিলা প্রার্থী
উচ্চতা: ১৬০ সেন্টিমিটার (গোর্খা, রাজবংশী, গারওয়ালি এবং তফসিলি উপজাতির ক্ষেত্রে উচ্চতা ১৫২ সেন্টিমিটার হলেই চলবে)
ওজন: আবেদনকারীর উচ্চতার অনুপাতে ওজন হওয়া বাঞ্ছনীয়।

[আরও পড়ুন: বাণিজ্যে স্নাতক হলেই মিলবে টি বোর্ডে চাকরি, আবেদনের পদ্ধতি জানেন তো?]

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২০ বছর বয়সি থেকে সর্বোচ্চ ৩৯ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফসিলি জাকি এবং উপজাতির প্রার্থীরা নির্দিষ্ট নিয়মানুযায়ী ৫ বছর পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি:
www.wbpolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থী আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। ব্যাংকে ফি হিসাবে ২৭০ টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের ফি লাগবে মাত্র ২০ টাকা।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৭ হাজার ১০০ টাকা থেকে ৩৭ হাজার ৬০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement