সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্যুৎ দপ্তরে চাকরির সুযোগ। চুক্তিভিত্তিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল WBPDCL। কোন কোন পদে হবে নিয়োগ? আবেদনের নূন্যতম যোগ্যতা কী? জেনে নিন খুঁটিনাটি। তারপরই আবেদন করে ফেলুন আপনিও।
মোট শূন্যপদ-১১৪
পদ
১. অ্য়াসোসিয়েট (টেকনিক্যাল পোস্ট)
২.সুপারভাইসর (কোল স্যাম্পেলিং, ওয়ার্কশপ)
৩.কনসালট্যান্টস (আইআর, ওয়েলফেরা, এইচআর)
৪. ম্যাগাজিন ইন চার্জ
৫. এক্সিকিউটিভ
৬. স্পেশাল অফিসার
৭. মেডিক্য়াল অফিসার
শিক্ষাগত যোগ্যতা
১. অ্য়াসোসিয়েট (টেকনিক্যাল পোস্ট)- বিজ্ঞান শাখায় স্নাতক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলেই আবেদন করতে পারবেন।
২. সুপারভাইসর (কোল স্যাম্পেলিং, ওয়ার্কশপ)- উচ্চমাধ্যমিক পাশ, স্নাতক বা আইটিআই উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
৩. কনসালট্যান্টস- এমবিএ পাশ অথবা পারসোনাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা পাশ হলেই আবেদন করতে পারবেন।
৪. ম্যাগাজিন ইন চার্জ- যে কোনও শাখায় স্নাতক হলেই আবেদন করতে পারেন। তবে কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।
৫. এক্সিকিউটিভ (সিকিউরিটি)- অবসরপ্রাপ্ত পুলিশকর্মী হলেই আবেদন করতে পারেন।
৬. স্পেশাল অফিসার (ল্যান্ড)- ভূমি সংস্কার দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন।
৭. মেডিক্য়াল অফিসার- এমবিবিএস পাশ হলে, মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই আবেদন করতে পারেন।
আবেদনের বয়স- বয়স ৬৩ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারেন।
আবেদন শুরুর তারিখ- ০৫ মে, ২০২৫
আবেদনের শেষ তারিখ- ২৬ মে , ২০২৫
আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে WBPDCL-এর ওয়েবসাইটে যান। যান কেরিয়ার অপশনে। সেখান থেকে বেছে নিন Apply Online। এরপর যাবতীয় নথি আপলোড করলেই হয়ে যাবে আবেদন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.