Advertisement
Advertisement

Breaking News

Visva Bharati will recruit candidates for Faculty posts

Visva Bharati Faculty Recruitment 2022: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

Visva Bharati will recruit candidates for Faculty posts । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 10, 2022 8:21 pm
  • Updated:August 10, 2022 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ। ফ্যাকাল্টির জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি। শূন্যপদ মোট ১০৩টি। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। বিশ্বভারতীর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

তফশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের জন্য ৪৪টি পদ সংরক্ষিত। সরাসরি নিয়োগের জন্য রয়েছে ৫৯টি পদ।

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় ডাকবিভাগে মোটা বেতনের চাকরির সুযোগ, আবেদন করতে ভুলবেন না]

শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য মানদণ্ডের উপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে। বিস্তারিত জানা যাবে www.vishabharati.ac.in ওয়েবসাইটে। ইন্টারভিউর মাধ্যমে শূন্যপদে নিয়োগ করা হবে। নিয়োগের জন্য নির্বাচিত আবেদনকারীদের যোগদানের আগে বা পরে পুলিশ ভেরিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।

আবেদনের ফি:
অ্যাকাডেমিক লেভেল ১০-এর ফি ১৬০০ টাকা। অ্যাকাডেমিক লেভেল ১৩(এ) এবং ১৪-র জন্য আবেদনের ফি ২ হাজার টাকা। তবে মহিলা এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন প্রার্থীদের আবেদনের ফি লাগবে না।

[আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীতে দন্ত চিকিৎসক নিয়োগ, আবেদনের পদ্ধতি জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement