সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রেজিস্ট্রার, ফিনান্স অফিসার, লাইব্রেরিয়ান, ডেপুটি রেজিস্ট্রার, ইন্টারনাল অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট/সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক/অফিস অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক/জুনিয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, মাল্টি টাস্কিং স্টাফ, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাটেনডেন্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, প্রাইভেট সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি ইনস্পেক্টর, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, সিস্টেম প্রোগ্রামার পদে মোট ৭০৯ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ মে’র মধ্যে করতে হবে আবেদন। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
কারা কোন পদে আবেদনের যোগ্য
রেজিস্ট্রার
ফিনান্স অফিসার
লাইব্রেরিয়ান
ডেপুটি রেজিস্ট্রার
ইন্টারনাল অডিট অফিসার
যাঁরা অডিট, অ্যাকাউন্টসের কাজের সঙ্গে যুক্ত তাঁরা আবেদন করতে পারেন।
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান/ প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট/ সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট
৫৫ শতাংশ নম্বর পেয়ে লাইব্রেরি সায়েন্স/ ইনফরমেশন সায়েন্স/ডকুমেনটেশন সায়েন্সে মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার
৫৫ শতাংশ নম্বর পেয়ে মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট/সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক/ অফিস অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক/জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
যেকোনও বিষয়ে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
মাল্টি টাস্কিং স্টাফ
ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে স্নাতক ডিগ্রিধারীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
লাইব্রেরি অ্যাটেনডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনের পদ্ধতি:
www.visvabharati.ac.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করা যাবে আবেদন।
আবেদনের শেষদিন:
আগামী ১৭ মে’র মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
শূন্যপদ সংক্রান্ত অন্যান্য যাবতীয় তথ্যের খোঁজে www.visvabharati.ac.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.