Advertisement
Advertisement
West Bengal Power Development Corporation Limited

Govt Jobs 2021: লিখিত পরীক্ষা নয়, ইন্টারভিউর মাধ্যমেই রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডে কর্মী নিয়োগ

কবে, কোথায় নেওয়া হবে ইন্টারভিউ?

Various jobs under WB Power Development Corporation Limited । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 30, 2021 5:11 pm
  • Updated:September 12, 2021 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড (West Bengal Power Development Corporation Limited)। একাধিক শূন্যপদে আপাতত ৩ বছরের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়তে পারে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। আগ্রহীদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

কোন পদে কত শূন্যপদ:
মাইনস্ ম্যানেজার: ১টি
সেফটি অফিসার: ২টি
অ্যাসিস্ট্যান্ট মাইনস্ ম্যানেজার: ৩২টি
ব্লাস্টিং অফিসার: ২টি
ওয়েলফেয়ার অফিসার: ৩টি
সার্ভেয়ার: ৪টি
ওভারম্যান: ২১টি
অফিস এক্সিকিউটিভ (সিএমপিএফ): ১টি

Advertisement

[আরও পড়ুন: Recruitment: ন্যূনতম অষ্টম শ্রেণি পাশেই মিলতে পারে শিলিগুড়ি পৌরনিগমে চাকরি, আবেদনের শর্ত জানেন?]

আবেদনের যোগ্যতা:
মাইনস্ ম্যানেজার পদে আবেদনের জন্য
মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি/ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
৫ বছর এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা
বয়সসীমা:
ন্যূনতম ৩৭ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

সেফটি অফিসার পদে আবেদনের জন্য
মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি/ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
২ বছর এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা:
ন্যূনতম ৩৭ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

অ্যাসিস্ট্যান্ট মাইনস্ ম্যানেজার পদে আবেদনের জন্য
মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি/ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
২ বছর এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা:
ন্যূনতম ৩৪ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

ব্লাস্টিং অফিসার পদে আবেদনের জন্য
মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি/ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
২ বছর এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা:
ন্যূনতম ৩৪ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

ওয়েলফেয়ার অফিসার পদে আবেদনের জন্য
পার্সোনাল ম্যানেজমেন্ট/আইআর/এইচআরে স্পেশ্যালাইজেশন-সহ এমবিএ/এমএইচআরএম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
৩ বছর এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা:
ন্যূনতম ৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: Govt Job: SBI-তে কর্মী নিয়োগ, আবেদনের শর্ত জানেন তো?]

সার্ভেয়ার পদে আবেদনের জন্য
সার্ভেয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
১ বছর এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা:
ন্যূনতম ৩৩ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

ওভারম্যান পদে আবেদনের জন্য
মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
১ বছর এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা:
ন্যূনতম ৩৩ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

অফিস এক্সিকিউটিভ – সিএমপিএফ
যেকোনও শাখায় ৫০ শতাং নম্বর-সহ স্নাতক হলে এই শূ্ন্যপদে আবেদন করতে পারেন।
অভিজ্ঞতা:
৩ বছর এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়সসীমা:
ন্যূনতম ৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

কোথায় দিতে যেতে হবে ইন্টারভিউ?
বিদ্যুৎ উন্নয়ন ভবন, কর্পোরেট অফিস, ব্লক-এলএ, প্লট নম্বর: ৩/সি, সেক্টর: ৩, বিধাননগর, কলকাতা: ৭০০১০৬ (ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির পাশে)।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত নেওয়া হবে ইন্টারভিউ।

শূন্যপদ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://wbpdcl.co.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Recruitment: প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করবে Union Bank, জেনে নিন আবেদনের পদ্ধতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement