Advertisement
Advertisement
Jobs in State Bank Of India

ব্যাংকে চাকরি করতে চান? বিপুল বেতনে কর্মী নিয়োগ করবে SBI

আগামী ১১ জানুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Various jobs in State Bank Of India ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 4, 2021 6:18 pm
  • Updated:January 4, 2021 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)। ম্যানেজার (মার্কেটিং), ডেপুটি ম্যানেজার (মার্কেটিং), ম্যানেজার (ক্রেডিট প্রসিডিওরস), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিস্টেমস), ডেপুটি ম্যানেজার (সিস্টেমস), আইটি সিকিউরিটি এক্সপার্ট (এমএমজিএস-৩), প্রজেক্ট ম্যানেজার, অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট, টেকনিক্যাল লিড, অ্যাসিস্ট্যাস্ট ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট), ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট), ম্যানেজার (নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশ্যালিস্ট), ম্যানেজার (নেটওয়ার্ক রাউটিং অ্যান্ড সুইচিং স্পেশ্যালিস্ট), ডেপুটি ম্যানেজার (ইন্টারনাল অডিট), ইঞ্জিনিয়ার (ফায়ার) এই শূন্যপদগুলিতে মোট ৪৫২ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ১১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম স্নাতক হলে উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করা যেতে পারে।

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ৪১ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে ভাল চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী পদ অনুযায়ী ২৩ হাজার ৭০০ টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা বেতন পাবেন।

আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থী https://www.sbi.co.in/web/careers এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।

আবেদনের শেষদিন:
আগামী ১১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্য জানতে https://www.sbi.co.in/web/careers এই ওয়েবসাইটে অবশ্যই আবেদনকারীকে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: কয়েক হাজার শূন্যপদে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ, আবেদন করতে ভুলবেন না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement