ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, রামপুরহাট মেডিক্যাল কলেজে (Rampurhat Government Medical College) একাধিক শূন্যপদে হবে কর্মী নিয়োগ। মলিকিউলার বায়োলজিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে হবে কর্মী নিয়োগ। আপাতত ৩ মাসের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ২ জুলাই সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে।
ডেটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ: ৪টি
আবেদনকারীর যোগ্যতা:
১. উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. কম্পিউটারের ডিপ্লোমা কোর্স করা থাকা আবশ্যক।
৩. প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকা আবশ্যক।
৪. যেকোনও ধরনের ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
৫. স্থানীয় প্রার্থীরাই অগ্রগণ্য।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ১৩ হাজার টাকা বেতন পাবেন।
মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব)
শূন্যপদ: ৬টি
আবেদনকারীর যোগ্যতা:
১. পদার্থবিদ্যা এবং রসায়ন নিয়ে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. ন্যূনতম কম্পিউটারে জ্ঞান থাকা আবশ্যক।
৩. স্থানীয় প্রার্থীরাই অগ্রগণ্য।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ১৭ হাজার টাকা বেতন পাবেন।
মলিকিউলার বায়োলজিস্ট
শূন্যপদ: ২টি
আবেদনকারীর যোগ্যতা:
১. মলিকিউলার বায়োলজি/ভাইরোলজি/বায়োকেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি/বায়োমেডিক্যাল ল্যাব/সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে স্নাতকোত্তর হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. ভাইরোলজি ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকলে ভাল হয়।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৬৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন পাবেন।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
কোনও লিখিত পরীক্ষা নয়। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ। আগামী ২ জুলাই সকাল সাড়ে দশটায় দিতে হবে ইন্টারভিউ।
ইন্টারভিউ নেওয়া হবে:
রামপুরহাট মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের প্রথম তলে।
এছাড়াও চাকরি সংক্রান্ত অন্যান্য যেকোনও তথ্যের জন্য www.rampurhatgmch.edu.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.