Advertisement
Advertisement
Indian army

দেশের সেবায় সেনাবাহিনীতে যোগ দিতে চান? জেনে নিন শর্ত

আগামী ২১ আগস্টের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Various jobs in Indian army । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:July 11, 2021 5:51 pm
  • Updated:July 11, 2021 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সেবার স্বার্থে সেনাবাহিনীতে (Indian Army) যোগ দিতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেনা (জেনারেল ডিউটি) টেকনিক্যাল, অ্যাভিয়েশন/অ্যামিউনিশন এক্সামিনার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট/নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি, ক্লার্ক/স্টোর কিপার, ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে। উত্তর ২৪ পরগনার বারাকপুরে হবে পরীক্ষা। উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়ার প্রার্থীরা আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা:
সোলজার (জেনারেল ডিউটি)
মোট ৪৫ শতাংশ নম্বর এবং প্রতি বিষয়ে ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৬৯ সেন্টিমিটার
ছাতি (না ফুলিয়ে): ৭৭ সেন্টিমিটার
ছাতি (ফুলিয়ে): ৮২ সেন্টিমিটার
আবেদনের বয়সসীমা:
১ অক্টোবর, ২০২০ তারিখ হিসাবে সাড়ে সতেরো বছর থেকে ২১ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

Advertisement

সোলজার টেকনিক্যাল:
ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এবং ইংরাজি-সহ মোট ৫০ শতাংশ এবং প্রতিটি বিষয়ে ৪০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৬৯ সেন্টিমিটার
ছাতি (না ফুলিয়ে): ৭৭ সেন্টিমিটার
ছাতি (ফুলিয়ে): ৮২ সেন্টিমিটার
আবেদনের বয়সসীমা:
১ অক্টোবর, ২০২০ তারিখ হিসাবে সাড়ে সতেরো বছর থেকে ২৩ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

সোলজার টেকনিক্যাল (অ্যাভিয়েশন/অ্যামিউনিশন এক্সামিনার)
ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এবং ইংরাজি-সহ মোট ৫০ শতাংশ এবং প্রতিটি বিষয়ে ৪০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৬৯ সেন্টিমিটার
ছাতি (না ফুলিয়ে): ৭৭ সেন্টিমিটার
ছাতি (ফুলিয়ে): ৮২ সেন্টিমিটার
আবেদনের বয়সসীমা:
১ অক্টোবর, ২০২০ তারিখ হিসাবে সাড়ে সতেরো বছর থেকে ২৩ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

সোলজার টেকনিক্যাল (সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট/ নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি)
বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এবং ইংরাজি-সহ মোট ৫০ শতাংশ এবং প্রতিটি বিষয়ে ৪০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৬৯ সেন্টিমিটার
ছাতি (না ফুলিয়ে): ৭৭ সেন্টিমিটার
ছাতি (ফুলিয়ে): ৮২ সেন্টিমিটার
আবেদনের বয়সসীমা:
১ অক্টোবর, ২০২০ তারিখ হিসাবে সাড়ে সতেরো বছর থেকে ২৩ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

সোলজার ক্লার্ক/স্টোর কিপার টেকনিক্যাল
যেকোন শাখায় মোট ৬০ শতাংশ এবং প্রতিটি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ হলে আবেদন করা যেতে পারে।
শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৬২ সেন্টিমিটার
ছাতি (না ফুলিয়ে): ৭৭ সেন্টিমিটার
ছাতি (ফুলিয়ে): ৮২ সেন্টিমিটার
আবেদনের বয়সসীমা:
১ অক্টোবর, ২০২০ তারিখ হিসাবে সাড়ে সতেরো বছর থেকে ২৩ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আজই আবেদন করুন]

সোলজার ট্রেডসম্যান (অল আর্মস)
মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৬৯ সেন্টিমিটার
ছাতি (না ফুলিয়ে): ৭৬ সেন্টিমিটার
ছাতি (ফুলিয়ে): ৮১ সেন্টিমিটার
আবেদনের বয়সসীমা:
১ অক্টোবর, ২০২০ তারিখ হিসাবে সাড়ে সতেরো বছর থেকে ২৩ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

সোলজার ট্রেডসম্যান (অল আর্মস)
অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৬৯ সেন্টিমিটার
ছাতি (না ফুলিয়ে): ৭৬ সেন্টিমিটার
ছাতি (ফুলিয়ে): ৮১ সেন্টিমিটার
আবেদনের বয়সসীমা:
১ অক্টোবর, ২০২০ তারিখ হিসাবে সাড়ে সতেরো বছর থেকে ২৩ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
https://joinindianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষদিন:
আগামী ২১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

[আরও পড়ুন: ব্যাংকে চাকরির স্বপ্ন দেখেন? স্নাতক হলেই SBI-তে মিলতে পারে সুযোগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement