Advertisement
Advertisement
Ghani Khan Choudhary Institute of Engineering and Technology

উচ্চমাধ্যমিক পাশেও রয়েছে ভাল বেতনের সরকারি চাকরির সুযোগ, আবেদনের শর্ত জানেন?

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Various jobs in Ghani Khan Choudhary Institute of Engineering and Technology । Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:September 5, 2021 6:11 pm
  • Updated:September 12, 2021 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, মালদহের গণি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (Ghani Khan Choudhary Institute of Engineering and Technology) নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

সিকিউরিটি অফিসার
আবেদনের যোগ্যতা:
যেকোনও শাখায় স্নাতকরা এই শূন্যপদে আবেদনের যোগ্য।
অন্তত ৫ বছর কোনও শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে একই পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনের বয়স:
৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
আবেদনের যোগ্যতা:

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
যেকোনও নির্মীয়মান প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থী অগ্রগণ্য
আবেদনের বয়স:
৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

পিএ টু ডিরেক্টর
আবেদনের যোগ্যতা:

যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর ইংরাজিতে মিনিটে ১০০ শব্দ টাইপের দক্ষতা থাকা প্রয়োজন।
আবেদনের বয়স:
৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: Govt Job: রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরে একাধিক বিভাগে কর্মী নিয়োগ, সুযোগ মিস করবেন না]

সেকশন অফিসার
আবেদনের যোগ্যতা:
৫০ শতাংশ নম্বর মাস্টার্স ডিগ্রিধারীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
কম্পিউটার সংক্রান্ত জ্ঞান এবং হিন্দি ও ইংরাজিতে লেখা এবং কথা বলার দক্ষতা থাকা প্রয়োজন।
আবেদনের বয়স:
৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

অ্যাসিস্ট্যান্ট
আবেদনের যোগ্যতা:
যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর মিনিটে ৩৫টি শব্দ টাইপের দক্ষতা থাকা প্রয়োজন।
আবেদনের বয়স:
৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

শর্টার (লাইব্রেরি)
আবেদনের যোগ্যতা:

উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
লাইব্রেরি সায়েন্সের উপর কোনও সার্টিফিকেট করা থাকলে সেই প্রার্থী অগ্রগণ্য
আবেদনের বয়স:
৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
https://www.gkciet.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যেতে পারে।

আবেদনের ফি:
সাধারণ (জেনারেল) প্রার্থীদের আবেদনের ফি হিসাবে ব্যাংকে ১ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে। তফশিলি জাতি, উপাজির প্রার্থীদের আবেদনের ফি ৫০০ টাকা। শারীরিক বিশেষ ক্ষমতাসম্পন্নদের আবেদনে কোনও ফি লাগবে না।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://www.gkciet.ac.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Recruitment: ন্যূনতম অষ্টম শ্রেণি পাশেই মিলতে পারে শিলিগুড়ি পৌরনিগমে চাকরি, আবেদনের শর্ত জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement