Advertisement
Advertisement

Breaking News

Garden Reach Shipbuilders & Engineers Limited

Govt Jobs 2021: গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্ত

আগামী ১ অক্টোবরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Various jobs in Garden Reach Shipbuilders & Engineers Limited । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 17, 2021 5:51 pm
  • Updated:September 17, 2021 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (Garden Reach Shipbuilders & Engineers Limited )। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আগামী ১ অক্টোবরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

কোন বিভাগে কত শূন্যপদ
ট্রেড অ্যাপ্রেনটিস (এক্স-আইটিআই/ফ্রেশার) – ২১০টি
গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস – ১৬টি
টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস- ৩০টি

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
ট্রেড অ্যাপ্রেনটিস (এক্স-আইটিআই/ফ্রেশার)
আইটিআই পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: Govt Jobs 2021: স্বাস্থ্যক্ষেত্রে মোটা বেতনের চাকরি চান? জেনে নিন আবেদনের শর্ত]

গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস
ইঞ্জিনিয়ারিং পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস
ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
http://www.grse.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগামী ১ অক্টোবরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য http://www.grse.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Govt Jobs 2021: করোনা কালে উত্তরবঙ্গ মেডিক্যালে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement