Advertisement
Advertisement
UPSC Deputy Director in Employees State Insurance Corporation

স্নাতক হলেই UPSC’র মাধ্যমে মিলতে পারে মোটা বেতনের চাকরি, আবেদন করতে ভুলবেন না

আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

UPSC invites online application for the posts of Deputy Director in Employees State Insurance Corporation । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 18, 2021 4:34 pm
  • Updated:August 18, 2021 4:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি’র (UPSC) মাধ্যমে এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশনের (Employees State Insurance Corporation) ডেপুটি ডিরেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। মোট শূন্যপদ ১৫১টি। তার মধ্যে তফশিলি জাতি এবং উপজাতির জন্য সংরক্ষিত আসন যথাক্রমে ২৩ ও ৯টি। ৩৮টি আসন শুধুমাত্র অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সংরক্ষিত। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ১৫টি এবং ৪টি আসন বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের জন্য সংরক্ষিত। আগ্রহী প্রার্থীরা আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত নানা তথ্য।

শিক্ষাগত যোগ্যতা:
যেকোনও শাখার স্নাতকরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

Advertisement

অভিজ্ঞতা:
কমপক্ষে ৩ বছর অ্যাকাউন্টস/মার্কেটিং/পাবলিক রিলেশন/ইন্সিওরেন্স অথবা ট্যাক্স সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: Management Trainee Jobs: Coal India-য় প্রচুর শূন্যপদ, আজই আবেদন করুন]

আবেদনকারীর বয়সসীমা:
২ সেপ্টেম্বর, ২০২১ তারিখের ভিত্তিতে ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে প্রার্থীরা ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি:
https://www.upsconline.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগামী ২ সেপ্টেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
কম্পিউটারভিত্তিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। তবে কবে, কোথায় পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য আবেদনকারীকে https://www.upsconline.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Bank Jobs: ৩৭৩টি শূন্যপদ, Graduate হলেই করতে পারেন ব্যাংকে চাকরির আবেদন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement