Advertisement
Advertisement
UEM

কলকাতায় UEM-এর আয়োজনে অভিনব হেকাথলন প্রতিযোগিতা, অংশ নিল সারা দেশের ১২০৬ প্রতিযোগী

এই প্রতিযোগিতার পুরস্কারমূল্য ৬৪ লক্ষ টাকারও বেশি।

UEM Kolkata organized a 30-hour hackathon called INNOFUSION 1.0
Published by: Biswadip Dey
  • Posted:August 1, 2024 8:32 pm
  • Updated:August 1, 2024 8:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের (UEM) কলকাতা শাখা আয়োজন করল ইনোফিউশন ১.০। সারা দেশ থেকে ১২০৬ জন প্রতিযোগী অংশ নিল ৩০ ঘণ্টার এই সফটওয়্যার ও হার্ডওয়্যারের হেকাথলনে। ফাইনালে উঠলেন ৮০ জন।

এই প্রতিযোগিতার পুরস্কারমূল্য ৬৪ লক্ষ টাকারও বেশি। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সিএসই শাখা এই প্রতিযোগিতার মূল আয়োজক। তাদের সহায়তা করেছে ইসিই ও ইনোভেশন কাউন্সিল অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগ। গত ২৭ ও ২৮ জুলাই আয়োজিত হয় প্রতিযোগিতাটি। ৩০ ঘণ্টার লড়াইশেষে বিজয়ীর হাসি হাসে টিম হেকোনিকেলস। যে দলে ছিলেন ইউইএমের চার পড়ুয়া। অন্যদিকে প্রথম রানার আপ হয়েছে টিম ড্রিমা (শ্রী সাইরাম ইনস্টিটিউশনসের পড়ুয়ারা)। দ্বিতীয় রানার আপ টিম ইন্টাররিঅ্যাকটিভ (ক্যানিং গভর্মেন্ট পলিটেকনিকের পড়ুয়ারা)। 

Advertisement

[আরও পড়ুন: ওয়ানড়ে যাচ্ছেন ২ তৃণমূল সাংসদ, বিপর্যস্তদের পাশে থাকার আশ্বাস মমতার]

২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় ইউইএম কলকাতা। যার নেতৃত্বে ছিলেন অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তী। আইএএম-ইউএএম গ্রুপ তরুণদের জন্য স্বপ্ন দেখার দরজা খুলে দেয় সেই সময় থেকেই। বরাবরই মুক্তচিন্তা ও কল্পনার দিককে উৎসাহিত করে এসেছে এই প্রতিষ্ঠান। টেকনো ম্যানেজমেন্ট, আইন, হোটেল ম্যানেজমেন্টের মতো ক্ষেত্রে যোগ্য পেশাদারদের তৈরি করায় প্রথম থেকেই সাফল্য পেয়েছে তারা। এবার তারাই আয়োজন করল অভিনব এক প্রতিযোগিতার।

[আরও পড়ুন: ‘আমরা রিল বানাই না, কঠোর পরিশ্রম করি’, বিরোধীদের ‘রিল মিনিস্টার’ কটাক্ষের জবাব রেলমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement