Advertisement
Advertisement

Breaking News

ডাক বিভাগ

ডাক বিভাগে অন্তত ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদনের পদ্ধতি জানা তো?

আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে আবেদন৷

The India Post invited application for the recruitment of Gramin Dak Sevak
Published by: Sayani Sen
  • Posted:August 7, 2019 4:33 pm
  • Updated:August 7, 2019 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে চাকরির সুযোগ৷ গ্রামীণ ডাক সেবক পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ৷ মঙ্গলবারই বিজ্ঞপ্তি জারি করে ১০ হাজার ৬৬জনকে নিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে৷ আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে আবেদন৷

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে৷
২. আগ্রহী প্রার্থীকে অঙ্ক এবং ইংরাজিতে পাশ হতেই হবে৷
৩. আবেদনকারী অবশ্যই হিন্দি, ইংরাজি এবং স্থানীয় ভাষায় দক্ষ হওয়া আবশ্যক৷
৪. কম্পিউটারে মাত্র ৬০দিনের প্রশিক্ষণের শংসাপত্র জমা দিতেই হবে৷

Advertisement

[আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশ হলেই কলকাতা পুলিশে মিলতে পারে চাকরির সুযোগ]

আবেদনের পদ্ধতি:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন করতে হবে www.appost.in ওয়েবসাইটে গিয়ে। ৫ আগস্ট থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ হবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। 

আবেদনকারীর বয়স:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ সর্বোচ্চ ৪০ বছর বয়সিদের আবেদন গ্রাহ্য করা হবে৷ এছাড়াও নির্ধারিত নিয়ম অনুযায়ী তফসিলি জাতি-উপজাতির প্রার্থী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন৷ তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থী ৩ বছর  এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৫ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন৷

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরি, জেনে নিন কীভাবে?]

বিঃ দ্রঃ-
১.
নির্বাচনের প্রক্রিয়া জানার জন্য আবেদনকারীদের www.appost.in -এ নজর রাখতে হবে৷
২. নির্বাচিত প্রার্থীদের অসম, বিহার, গুজরাট, কর্ণাটক, কেরল এবং পাঞ্জাবের ডাক বিভাগে নিয়োগ করা হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement