Advertisement
Advertisement
Suri Municipality

Govt Jobs 2021: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে রাজ্যে ফের স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগামী ২৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

Suri Municipality inviting applications for the posts of Honorary Health Worker । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:September 22, 2021 5:26 pm
  • Updated:September 22, 2021 5:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় কার্যত ঘরবন্দি হয়ে গিয়েছিলেন আমজনতা। তবে সেই সময় মুখোমুখি দাঁড়িয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছিলেন স্বাস্থ্যকর্মী (Health Worker) এবং চিকিৎসকরা। করোনাকালে ফের স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সিউড়ি পুরসভা (Suri Municipality)। আগ্রহীদের আগামী ২৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

শূন্যপদ: ৫টি

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি ২০২১ তারিখের নিরিখে ন্যূনতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট সরকারি নিয়মানুযায়ী তফশিলি জাতি ও উপজাতির প্রার্থী বয়সের ক্ষেত্রে ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

সাম্মানিক:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ৪ হাজার ৫০০ টাকা করে পাবেন।

[আরও পড়ুন: দেশের সেবায় ব্রতী হতে চান? রয়েছে সুযোগ, জেনে নিন আবেদনের শর্ত]

আবেদনের পদ্ধতি:
http://www.birbhum.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তারপর তা পূরণ করে সিউড়ি মিউনিসিপ্যালিটিতে পাঠাতে হবে।

আবেদনের শেষদিন:
আগামী ২৬ অক্টোবর বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে।

প্রার্থী নিয়োগের পদ্ধতি:
কোনও লিখিত পরীক্ষা নয়। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

বিঃদ্রঃ

  • শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • আবেদনকারীকে অবশ্যই সিউড়ি সিউড়ি পুরসভার বাসিন্দা হতে হবে।
  • আপাতত এক বছরের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। দক্ষতার নিরিখে পরবর্তী কালে বাড়তে পারে চুক্তির মেয়াদ।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে http://www.birbhum.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Govt Jobs 2021: স্বাস্থ্যক্ষেত্রে মোটা বেতনের চাকরি চান? জেনে নিন আবেদনের শর্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement