সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India)। জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৫ হাজার ৮টি। তার মধ্যে বাংলায় ৩৪০ জনকে নিয়োগ করা হবে। অনলাইনেই করা যাবে আবেদন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীর বয়সসীমা:
১ আগস্ট, ২০২২ তারিখ অনুযায়ী ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যেতে পারে।
আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
পরীক্ষা সম্ভাব্য দিনক্ষণ:
চলতি বছরের নভেম্বরে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাবনা। মেন পরীক্ষা হতে পারে ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে। তবে এখনও পর্যন্ত পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.