সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে করোনা। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে যে কোনও মুহূর্তে লকডাউনের আশঙ্কা করছেন দেশবাসী। তাতে বাড়ছে কাজ হারানোর আতঙ্ক। পাশাপাশি, নতুন নিয়োগ বন্ধের আশঙ্কাও রয়েছে। যা চাকুরিপ্রার্থীদের কপালে ভাঁজ ফেলেছে। এসবের মাঝেও রয়েছে সুখবর। দেশজুড়ে প্রচুর কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)। চাকরি খুঁজছেন যারা, চটপট আবেদন করুন। কীভাবে করবেন? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ – জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট ও সেলস) – ৫২৩৭
শিক্ষাগত যোগ্যতা – যে কোনও শাখায় স্নাতকরাই আবেদন করতে পারবেন। তবে যে রাজ্যের জন্য আবেদন করা হবে, সেখানকার স্থানীয় ভাষা পড়া, লেখা ও বলার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা – ১ এপ্রিল ২০২১ তারিখে ২০ বছরের উর্ধ্বে ও ২৮ বছরের কম বয়স হলেই আবেদন করা যাবে। (নিয়ম অনুযায়ী তফসিলি জাতি ও উপজাতিরা ৫ বছর ও ওবিসিরা ৩ বছর ছাড় পাবেন।)
বেতন – এই পদে নিযুক্তদের বেতন হবে ১৭,৯০০ থেকে ৪৭,৯২০ টাকার মধ্যে।
নিয়োগের পদ্ধতি – অনলাইনে প্রিলিমানারি টেস্ট ও মেইন পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা জুন মাসে। মেন হবে ৩১ জুলাই ২০২১। (পরীক্ষার দিনক্ষণ পরিবর্তন হলে তা জানিয়ে দেওয়া হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে।)
আবেদনের পদ্ধতি – ২৭ এপ্রিল থেকে ১৭ মে-এর মধ্যে স্টেট ব্যাংকের ওয়েবসাইটে https://www.sbi.co.in/careers গিয়ে আবেদন করতে পারবেন। ফি হিসেবে জমা দিতে হবে ৭৫০ টাকা। (তফসিলি জাতি-উপজাতি ও ওসিবিদের ক্ষেত্রে ফি লাগবে না।)
তাহলে আর অপেক্ষা কেন? এখুন আবেদন করুন আপনিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.