Advertisement
Advertisement
State Bank of India Apprentices

সাড়ে ৮ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, স্নাতক হলেই মিলতে পারে সুযোগ

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

State Bank of India invites online application for 8500 posts of Apprentices ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 23, 2020 6:27 pm
  • Updated:November 23, 2020 6:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কর্মপ্রার্থীদের সুখবর শোনাল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India)। কারণ, অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। গোটা দেশে মোট ৮ হাজার ৫০০ পদে কর্মী নিয়োগ করা হবে। তবে বাংলায় শূন্যপদে ৪৮০টি। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের শর্ত:
১. আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে।
২. আবেদনকারী যে রাজ্যের জন্য আবেদন করছেন সেখানকার স্থানীয় ভাষা লিখতে, পড়তে এবং বলতে পারার দক্ষতা থাকা প্রয়োজন।

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
৩১ অক্টোবর, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

বেতন:
এই পদে নিযুক্তরা প্রথম বছর প্রতি মাসে ১৫ হাজার টাকা, দ্বিতীয় বছর ১৬ হাজার ৫০০ টাকা এবং তৃতীয় বছর ১৯ হাজার টাকা বেতন হিসাবে পাবেন।

[আরও পড়ুন: মাধ্যমিক পাশেও মিলতে পারে সরকারি চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

আবেদনের পদ্ধতি:
https://nsdcindia.org/apprenticeship অথবা https://apprenticeshipindia.org অথবা http://bfsissc.com অথবা https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers এই ওয়েবসাইটগুলির মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদনের ফি:
এই শূন্যপদে আবেদনের জন্য সাধারণ বা জেনারেল প্রার্থীদের ব্যাংকে ৩০০ টাকা ফি জমা দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের কোনও ফি জমা দিতে হবে না।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
অনলাইনে পরীক্ষা এবং স্থানীয় ভাষা জ্ঞান সম্পর্কিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। অনলাইনে পরীক্ষা নেওয়া হতে পারে আগামী বছরের জানুয়ারিতে। তবে চূড়ান্ত দিনক্ষণ জানার জন্য প্রার্থীকে অবশ্যই https://nsdcindia.org/apprenticeship অথবা https://apprenticeshipindia.org অথবা http://bfsissc.com অথবা https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: দেশসেবা করতে চান? উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে সেনাবাহিনীতে চাকরির সুযোগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement