সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্নাতকদের জন্য রয়েছে সুখবর। কারণ, স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission) মাধ্যমে গ্রুপ বি এবং সি-তে মোট ৬ হাজার ৫০৬ জন কর্মী নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাস্টিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনস্পেক্টর অফ ইনকাম ট্যাক্স, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইনস্পেক্টর, সুপারিনটেনডেন্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র স্ট্যাটিসটিক্যাল অফিসার, অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, সেক্রেটরিয়েট অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আগামী ৩১ জানুয়ারি, ২০২১ সালের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন যাবতীয় খুঁটিনাটি।
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম স্নাতর হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে। যাঁরা চলতি বছর স্নাতক স্তরের ফাইনাল পরীক্ষা দিয়েছেন, তাঁরাও আবেদনে যোগ্যতা।
বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ সাল অনুযায়ী ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর বয়সিরা আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি বা উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
বেতন:
২৫ হাজার ৫০০ টাকা থেকে ১ লক্ষ ৫১ হাজার ১০০ টাকা বেতন হিসাবে পেতে পারেন।
আবেদনের ফি:
আগ্রহী প্রার্থীকে আবেদনের ফি হিসাবে ১০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। তবে তফসিলি জাতি কিংবা উপজাতির মহিলা প্রার্থীদের আবেদনের ফি লাগবে না। এছাড়াও যাঁরা শারীরিক বিশেষ ক্ষমতাসম্পন্ন এবং এক্স সার্ভিসম্যানদের কোনও ফি লাগবে না।
আবেদনের পদ্ধতি:
https://ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদনের শেষ দিন:
আগামী ৩১ জানুয়ারি, ২০২১ সালের মধ্যে আবেদন করতে হবে।
এছাড়াও আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটির জন্য আগ্রহী প্রার্থীকে https://ssc.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.