Advertisement
Advertisement

অফিস যাচ্ছেন আর সঙ্গে এগুলি নেই? সমস্যায় পড়তে পারেন কিন্তু!   

ব্যাগের ভিতর এগুলো থাকে তো?

Some essential item which need to be in your office bag
Published by: Sayani Sen
  • Posted:August 6, 2018 8:39 pm
  • Updated:August 6, 2018 8:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একঘেয়েমি নিয়ে হোক আর ভাল মনে, অফিস তো যেতে হয় সকলকেই৷ কিন্তু প্রতিদিনই খালি হাতে অফিস চলে যাচ্ছেন? এই অভ্যেস যদি আপনি থেকে থাকে, তবে তা এক্ষুনি বদলে ফেলুন৷ অফিস যাওয়ার পথে আপনার সঙ্গী হোক একটি সুন্দর ও স্টাইলিশ ব্যাগ৷ অফিসে থাকার সময় আপনার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র থাকুক ওই ব্যাগে৷

[বাঁকুড়ার বিষ্ণুপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির ১৬টি শূন্যপদে কর্মী নিয়োগ]

১৷ বাস, ট্রেন, মেট্রোয় নানা ঝক্কি৷ হাজারও বাধা পেরিয়ে অফিসে পৌঁছাতে হয় আপনাকে৷ অফিসে গিয়েও রয়েছে নানা কাজ৷ রাস্তায় মুড বিগড়ে গেলে, কাজ করবেন কীভাবে? তাই নিজের মুড ঠিক রাখতে অফিস আসার পথে মোবাইলই হোক আপনার ভরসা৷ সঙ্গে থাকুক ইয়ারফোন৷ অফিসে যদি কাজের প্রয়োজনে মাঝে মাঝেই আপনাকে ভিডিও কল করতে হয় তবে তো ইয়ারফোন অবশ্যই সঙ্গে থাকা প্রয়োজন৷

Advertisement
[এশিয়াটিক সোসাইটিতে পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট কাম প্রুফ রিডার পদে কর্মী নিয়োগ]

২৷ অফিসে আসার সময় সোশ্যাল সাইট, গান, ইউটিউব ভিডিও নিয়ে ব্যস্ত তো ছিলেন, কিন্তু মোবাইলে চার্জ কতটা আছে ভেবে দেখেছেন? অথচ অফিসে থাকাকালীন আপনাকে মেল করতে হতে পারে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনও ফোনও আসতে পারে আপনার৷ কিংবা ধরুন অফিস থেকে বেরিয়ে বাস, ট্রেনের ঝক্কি পোহাতে আপনার ভাল লাগছে না, ভাবছেন ক্যাব বুক করবেন৷ ঠিক সেই সময়ই আপনার মনে পড়ল চার্জের অভাবে মোবাইল সুইচড অফ৷ এই পরিস্থিতিতে নিজের উপরেই রাগ হওয়া অস্বাভাবিক কিছু নয়৷ এই সমস্যায় পড়তে না চাইলে আপনার সঙ্গে থাক ইউএসবি কেবল ও পাওয়ার ব্যাংক৷       

[হাওড়ায় ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ]

৩৷ বাড়ি থেকে বেরোনোর সময় দিব্যি পরিপাটি থাকেন আপনি৷ কিন্তু রোদ-ধূলো-বালি গায়ে মেখে অফিসে পৌঁছানোর পর আপনার তরতাজা চেহারা হয়ে যায় মাটি৷ অথচ অফিসে প্রেজেন্টেবল থাকাই শ্রেয়৷ নিজেকে সাজিয়ে-গুছিয়ে রাখতে তাই আপনার সঙ্গে রাখুন ডিওডরেন্ট৷ সঙ্গে রাখুন হ্যান্ড স্যানিটাইজারও৷

৪৷ বর্ষাকালে কখন যে বৃষ্টি আসে, কেউ বলতে পারে না৷ কাকভেজা হয়ে অফিসে যেতে না চাইলে আজ থেকে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা৷ গ্রীষ্মকালে সঙ্গে রাখুন সানগ্লাস৷ অফিস যাওয়ার পথে মুড ঠিক রাখতে ছাতা-সানগ্লাস পরে তুলে নিন সামার লুকের সেলফি৷ কে বলতে পারে, সোশ্যাল সাইটে আপনার তোলা সেলফিই হয়তো কেড়ে নেবে হাজারও মন৷

[রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ]

৫৷ আপনি কি সারাক্ষণ খাই-খাই করেন? কাজের ফাঁকে মুখ চালাতে মন চায় আপনার? তবে অবশ্যই ব্যাগে রাখুন হালকা কিছু খাবার৷ রাখতে পারেন বিস্কুট, কেক, বাদাম ভাজা, চিপসের মতো হালকা মন ভরানো খাবার-দাবার৷ জলের বোতল সঙ্গে রাখতে ভুলবেন না কিন্তু!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement