Advertisement
Advertisement
আদালতে চাকরি

অষ্টম শ্রেণি পাশেই জেলা আদালতে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

২৬ জুনের মধ্যে আবেদন করতে ভুলবেন না৷

Several Jobs under Office of the District Judge, Nadia
Published by: Sayani Sen
  • Posted:June 7, 2019 7:43 pm
  • Updated:June 7, 2019 7:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টম শ্রেণি পাশ হলেই মিলতে পারে সরকারি চাকরির সুযোগ৷ কারণ, ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রেড-৩), লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি (সাফাই কর্মী, নিরাপত্তারক্ষী) প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে নদিয়া জেলা আদালত৷ আপাতত চুক্তিভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে৷ তবে পারফরম্যান্সের নিরিখে ভবিষ্যতে তাঁদের স্থায়ী কর্মী হিসাবে নিযুক্ত করা হতে পারে৷ ইচ্ছুক প্রার্থীরা নদিয়া জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন৷ ২৮ জুন আবেদনের শেষ দিন৷

ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রেড-৩)
শূন্যপদ: ৬টি
শিক্ষাগত যোগ্যতা:
১. মাধ্যমিক পাশ হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. কম্পিউটার ব্যবহারের ন্যূনতম জ্ঞান থাকা বাঞ্ছনীয়৷
৩. ইংরাজিতে মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ে দ্রুততা থাকাও প্রয়োজন৷
বেতন: নিযুক্ত প্রার্থীরা গ্রেড পে ৩৯০০ টাকার ভিত্তিতে ৭ হাজার ১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা বেতন পাবেন৷ 

Advertisement

লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ: ৩৬টি
শিক্ষাগত যোগ্যতা:
১. মাধ্যমিক পাশ হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. কম্পিউটার ব্যবহারের ন্যূনতম জ্ঞান থাকা বাঞ্ছনীয়৷
৩. ইংরাজিতে মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ে দ্রুততা থাকাও প্রয়োজন৷
বেতন: নিযুক্ত প্রার্থীরা গ্রেড পে ২৬০০ টাকার ভিত্তিতে ৫ হাজার ৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা বেতন পাবেন৷ 

[ আরও পড়ুন: স্নাতক হলেই কন্যাশ্রী প্রকল্পে মিলবে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

প্রসেস সার্ভার
শূন্যপদ: ৪টি
শিক্ষাগত যোগ্যতা:
১. অষ্টম শ্রেণি পাশ হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. কম্পিউটার ব্যবহারের ন্যূনতম জ্ঞান থাকা বাঞ্ছনীয়৷
বেতন: নিযুক্ত প্রার্থীরা গ্রেড পে ২৩০০ টাকার ভিত্তিতে ৫ হাজার ৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা বেতন পাবেন৷ 

গ্রুপ -ডি
শূন্যপদ: ২৩ (সাফাই কর্মী: ৩, নিরাপত্তারক্ষী: ১১)
শিক্ষাগত যোগ্যতা:
১. অষ্টম শ্রেণি পাশ হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. কম্পিউটার ব্যবহারের ন্যূনতম জ্ঞান থাকা বাঞ্ছনীয়৷
বেতন: নিযুক্ত প্রার্থীরা গ্রেড পে ১৭০০ টাকার ভিত্তিতে ৪ হাজার ৯০০ টাকা থেকে ১৬,২০০ টাকা বেতন পাবেন৷

[ আরও পড়ুন: রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্পদপ্তরে নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনকারীর বয়স:
১ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারেন৷ সরকারি নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি:
নদিয়া জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.nadiacourtrecruit.in -এর মাধ্যমে আবেদন করতে পারেন৷ আগামী ২৮ জুন আবেদনের শেষ দিন৷ স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে আবেদনকারীদের ব্যাংকে ফি হিসাবে ৩০০ টাকা জমা দিতে হবে৷ অন্যান্য আবেদনকারীদের ব্যাংকে ৪০০ টাকা জমা দিতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement