সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কারণ জুনিয়র অ্যাসোসিয়েটস পদে মোট ৮ হাজার জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী ২৬ জানুয়ারির মধ্যে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস)
শূন্যপদ: ৮০০০
কোন রাজ্যে কতগুলি শূন্যপদ:
পশ্চিমবঙ্গ: ৬১২টি
দিল্লি: ১৪৩টি
গুজরাট: ৫৫০টি
অন্ধ্রপ্রদেশ: ১৫০টি
কর্ণাটক: ৪৭৫টি
মধ্যপ্রদেশ: ৫১০টি
ছত্তিশগড়: ১৯০টি
আন্দামান ও নিকোবর: ২৬টি
সিকিম: ১২টি
ওড়িশা: ৪২৫টি
জম্মু ও কাশ্মীর: ৫০টি
লাদাখ: ১৫টি
হিমাচল প্রদেশ: ১৮৫টি
চন্ডীগড়: ২৫টি
পাঞ্জাব: ১৫০টি
তামিলনাড়ু: ৩৯৩টি
পণ্ডিচেরী: ৭টি
উত্তরাখণ্ড: ২৫০টি
হরিয়ানা: ৯৭টি
তেলেঙ্গানা: ৩৭৫টি
রাজস্থান: ৫০০টি
কেরল: ৩৯৪টি
উত্তরপ্রদেশ: ৮৬৫টি
মহারাষ্ট্র: ৮৬৫টি
গোয়া: ১০টি
অসম: ১০টি
অরুণাচল প্রদেশ: ১০টি
মণিপুর: ২২টি
মেঘালয়: ৩১টি
মিজোরাম: ২২টি
নাগাল্যান্ড: ১৪টি
ত্রিপুরা: ৩৪টি
বিহার: ২৩০টি
ঝাড়খণ্ড: ৪৫টি
কাশ্মীর: ৫০টি
লে ও কার্গিল: ২০টি
দিব্যাং ভ্যালি, তাওয়াং: ২০টি
তুরা: ২০টি
মককচুং: ২০টি
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. যে রাজ্যের আবেদনকারী সেই ভাষায় লিখতে, বলতে এবং পড়তে পারার দক্ষতা থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি ২০২০ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২০ থেকে ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। এছাড়া নির্ধারিত নিয়মানুযায়ী তফসিলি জাতি(SC) এবং তফসিলি উপজাতির(ST) প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি(OBC) প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি:
https://www.sbi.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। ২৬ জানুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না।
আবেদনের ফি:
ফি হিসাবে আবেদনকারীকে ব্যাংকে ৭০০ টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি(SC) এবং তফসিলি উপজাতির(ST)প্রার্থীদের কোনও ফি লাগবে না।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
অনলাইন প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হতে পারে ফেব্রুয়ারি অথবা মার্চে। মেন পরীক্ষা হতে পারে এপ্রিলে। তবে চূড়ান্ত দিনক্ষণ জানতে https://www.sbi.co.in এই ওয়েবসাইটে আবেদন করতে হবে।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি ১১ হাজার ৭৬৫ টাকা থেকে ৩১ হাজার ৪৫০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.