Advertisement
Advertisement

Breaking News

SBI

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় মোটা বেতনের চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন?

এখুনি আবেদন করুন।

SBI invites online application for 144 posts of Specialist Cadre Officer | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 17, 2021 2:49 pm
  • Updated:April 17, 2021 2:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন পদে প্রচুর নিয়োগ করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আবেদনের শেষ তারিখ ৫ মে। কীভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত।

মোট শূন্যপদ – ১৪৪ (স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার)

Advertisement

ম্যানেজার (রিস্ক ম্যানেজমেন্ট) –
ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট)-
সিনিয়র স্পেশ্যাল এক্সিকিউটিভ –
সিনিয়র স্পেশ্যাল এক্সিকিউটিভ (স্ট্র্যাটিজি)-
সিনিয়র স্পেশ্যাল এক্সিকিউটিভ (গ্লোবাল ট্রেড)-
সিনিয়র এক্সিকিউটিভ (রিটেল ও সাবসিডারিস)-
সিনিয়র এক্সিকিউটিভ (ফিনান্স)-
সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং)-
ডেপুটি চিফ টেকনোলজি অফিসার (আইটি ডিজিটাল ব্যাংকিং)-
ম্যানেজার (MMGS-৩)-
এক্সিকিউটিভ (ডকুমেন্ট প্রিসারভেসন আর্কাইভ)-
ফার্মাসিস্ট- ৬৭
ডেটা অ্যানালিস্ট-
ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট)- ৪৫
ম্যানেজার (জব ফ্যামিলি ও সাকসেশন প্ল্যানিং)-
ম্যানেজার (রেমিন্ট্যান্স)-
ডেপুটি ম্যানেজার (মার্কেটিং-ফিনান্স ইন্সটিউশন)-
ডেপুটি ম্যানেজার(চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট)-
ডেপুটি ম্যানেজার (স্ট্র্যাটিজি ট্রেনিং)-

[আরও পড়ুন: ভারতীয় বায়ুসেনায় প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

শিক্ষাগত যোগ্যতা – স্নাতক, ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ বা এমবিএ পাশরা আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি – আগ্রহী প্রার্থীরা (https://www.sbi.co.in) এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন ১৩ এপ্রিল থেকে ৫ মে-এর মধ্যে।

আবেদনের ফি – স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উপরিউক্ত পদগুলি আবেদন করার জন্য ফি হিসেবে দিতে ৭৫০ টাকা। (ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও নেট ব্যাংকিং পদ্ধতিতে টাকা দেওয়া যাবে। তবে তফসিলি জাতি ও উপজাতিদের আবেদন ফি লাগবে না।)

বেতন- উপরিউক্ত পদে নিযুক্তরা পাবেন ৩০,০০০ হাজার থেকে ১,৭০,০০০ টাকা পর্যন্ত।

[আরও পড়ুন: ইছাপুর অস্ত্র কারখানায় চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement