Advertisement
Advertisement

Breaking News

RBI Recruitment

মাধ্যমিক পাশেই রিজার্ভ ব্যাংকে মিলতে পারে চাকরি, শীঘ্রই আবেদন করুন

আবেদনের শেষ তারিখ কবে?

Recruitment for the post of Security Guards in RBI | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 10, 2021 12:29 pm
  • Updated:February 10, 2021 12:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি মাধ্যমিক পাস? চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। দেশজুড়ে নিরাপত্তারক্ষী নিয়োগ (Security Guard) করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। জানুয়ারি মাসের শেষেই জারি হয়েছে আবেদনের বিজ্ঞপ্তি। কলকাতাতেও হবে নিয়োগ। মাসের শেষে মিলবে মোটা বেতন। কিন্তু আবেদনের সময় খুবই কম।

দেশজুড়ে রিজার্ভ ব্যাংকে (RBI) ২৪১ জন নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে। এর মধ্যে জেনারেল-১১৩, ওবিসি-৪৫, ইডবলিউএস-১৮, এসসি-৩২, এসটি-৩৩ জন। এর মধ্যে কলকাতায় নিয়োগ হবে ১৫ জন।

Advertisement

[আরও পড়ুন : স্নাতক হলেই মিলতে পারে সরকারি চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের যোগ্যতা
ন্যূনতম মাধ্যমিক বা দশম শ্রেণি পাশ
স্নাতক হলে করা যাবে না আবেদন
বয়স হতে হবে ন্যূনতম ২৫ বছর
সর্বোচ্চ ৪৫ বছর

পরীক্ষার খুঁটিনাটি

  • মোট ১০০ নম্বরের পরীক্ষা
  • রিজনিং ৪০ নম্বর
  • জেনারেল ইংলিশ ৩০ নম্বর
  • নিউমেরিকাল এবিলিটি ৩০ নম্বর। এই পেপারটি হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই থাকবে।
  • এই পরীক্ষায় পাশ করলে দৈহিক পরীক্ষায় বসতে হবে। তাতে পাশ করলে তৈরি হবে মেরিট লিস্ট।
  • পরীক্ষা হবে অনলাইনে
  • কোনও নেগেটিভ মার্কস নেই

[আরও পড়ুন : করোনা কালে ইন্টারভিউর মাধ্যমে মিলতে পারে নার্সের চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

বেতন

সবমিলিয়ে ন্যূনতম ২৭ হাজার ৬৭৮ টাকা বেতন মিলবে।

আবেদনের শেষ তারিখ-১২ ফেব্রুয়ারি

আবেদন করতে হবে rbi.org.in -এই ওয়েবসাইটে মাধ্যমে। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতেও এই ওয়েবসাইট দেখুন। তাহলে আর দেরি কীসের? চটজলদি করে ফেলুন আবেদন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement