ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মোট ৭ হাজার ৯৫১টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল। গত শনিবার রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হয়েছে।
আবেদনের পদ্ধতি:
www.indianrailways.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের ফি:
সাধারণ বা জেনারেল প্রার্থীদের আবেদনের ফি হিসাবে ৫০০ টাকা জমা দিতে হবে। তবে তার মধ্যে ৪০০ টাকা তাঁরা ফেরৎ পাবেন।
তফসিলি জাতি, উপজাতি, মহিলা, সংখ্যালঘুদের আবেদনের ফি ২৫০ টাকা। পরে অবশ্য পুরোটাই রেলের তরফে ফেরত দিয়ে দেওয়া হবে।
আবেদনের দিনক্ষণ
আগামী ৩০ জুলাই থেকে ২৯ আগস্টের মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনপত্র সংশোধন করা যাবে ৩০ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
সংশোধনের জন্য প্রার্থীকে অতিরিক্ত ২৫০ টাকা জমা দিতে হবে।
কোন পদে কত বেতন
কেমিক্যাল সুপারভাইজার/রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার/রিসার্চ পদে বেতন ৪৪ হাজার ৯০০ টাকা।
জুনিয়ার ইঞ্জিনিয়ার/ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট/কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে বেতন ৩৫ হাজার ৪০০ টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.