Advertisement
Advertisement
Purba Medinipur

পূর্ব মেদিনীপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে চাকরির সুযোগ, জানেন বেতন কত?

কীভাবে আবেদন করবেন?

Purba Medinipur Land Reforms Officer has published a notification for the post of Data Entry Operator

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 2, 2025 7:54 pm
  • Updated:January 2, 2025 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি দপ্তরে চাকরি স্বপ্ন? সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। পূর্ব মেদিনীপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য। শূন্যপদ কটি? কীভাবে আবেদন করবেন? শেষ তারিখই বা কবে? খুঁটিনাটি জেনে আবেদন করুন এখনই। তবে এই নিয়োগ চুক্তিভিত্তিক।

মোট শূন্যপদ- ১৯
পদের নাম- ডেটা এন্ট্রি অপারেটর
বেতন- ১৩, ০০০ হাজার টাকা (নূন্যতম)
জব লোকেশন- পূর্ব মেদিনীপুরের একাধিক বিএল, এলআরও, এসডিএল, এলআরওএসের অধীনে কাজ করতে হবে।

Advertisement

বাসস্থান- পূর্ব মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা হলে তবেই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা- যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হলেই এই পদে আবেদন করতে পারবেন। তবে প্রাপ্ত নম্বর অন্তর ৬০ শতাংশ হতেই হবে। এর পাশাপাশি কম্পিউটার এডুকেশনে ৫ মাসের কোর্স বাধ্যতামূলক।

আবেদনকারীর বয়স- আবেদনকারীর বয়স নূন্যতম ২১ বছর হতে হবে। সর্বোচ্চ ৪৫ বছর।

পরীক্ষার পদ্ধতি- ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। কম্পিউটার টেস্ট হবে ৪০ নম্বরের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement