সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank)। পিওন পদে লোক নেওয়া হচ্ছে। নিয়োগ হবে কলকাতা সার্কেলেও। পিওন পদের যোগ্যতা, বেতন, আবেদনের প্রক্রিয়া জানিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি হয়েছে।
উচ্চ মাধ্যমিক পাশ করে চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। বিজ্ঞপ্তি বলছে, কলকাতা ও উত্তর ২৪ পরগণা সার্কেলে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পিওন পদে ২৭ জনকে নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায়ই উত্তীর্ণরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারেন। আবেদনের শেষ তারিখ ৫ মার্চ। https://www.pnbindia.in ওয়েবসাইটে আবেদন করা যাবে।
রইল বিস্তারিত তথ্য
পদের নাম– পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিওন (Peon) পদ
নিয়োগ– কলকাতা ও উত্তর ২৪ পরগনা সার্কেলে ২৭ জন (জেনারেল-১২, ওবিসি-৯, এসসি-৫, এসটি-১)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পাস। গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাবে না।
বয়স– ১ জানুয়ারি ২০২১-এ ১৮ থেকে ২৪ বছর। (এসসি-এসটিদের জন্য ৫ বছর ও ওবিসিদের জন্য ৩ বছরের ছাড়)
অন্যান্য যোগ্যতা– রাজ্যের ও শূন্যপদ যে জেলার সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বেতন– ১৪,৫০০ টাকা থেকে ২৮,১৪৫ টাকা
অ্যাপ্লিকেশান ফি– আবেদন করতে কোনও টাকা লাগবে না।
আবেদন করতে হবে– https://www.pnbindia.in ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সেটি ফিল-আপ করে ও যাবতীয় প্রয়োজনীয় নথি সহ পাঠিয়ে দিতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কলকাতা নর্থ সার্কেলের অফিসে।
আবেদন পাঠানোর শেষ দিন ৫ মার্চ। হাতে কিন্তু মাত্র আর পাঁচদিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.