Advertisement
Advertisement
Pharmacist Grade III jobs under West Bengal Health Recruitment Board

উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে মোটা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদনের শর্ত

আগামী ৩ মার্চের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Pharmacist Grade III jobs under West Bengal Health Recruitment Board ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 3, 2021 7:19 pm
  • Updated:February 3, 2021 7:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য নিয়োগ বোর্ড (West Bengal Health Recruitment Board)। ফার্মাসিস্ট গ্রেড-৩ পদে ৯০ জনকে নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। তবে দক্ষতার ভিত্তিতে ওই কর্মীর স্থায়ীকরণ হতে পারে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:
১. ফার্মাসিস্ট গ্রেড-৩ পদে (Pharmacist Grade III)  আবেদনের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক অথবা বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
২. ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা কিংবা স্নাতক হওয়া প্রয়োজন।
৩. ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলে ‘এ’ ক্যাটাগরির ফার্মাসিস্ট হিসাবে রেজিস্টার হতে হবে।

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ৩৯ বছরের কম বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশে ইন্ডিয়ান অয়েলে মিলতে পারে চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

বেসিক পে:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ২৮ হাজার ৯০০ টাকা বেতন পাবেন।

আবেদনেপ পদ্ধতি:
www.wbhrb.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থী আবেদন করতে পারেন।

আবেদনের ফি:
এই শূন্যপদে আবেদনের জন্য ১৬০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। তবে কবে, কোথায় পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগ্রহী প্রার্থীদের সে সমস্ত তথ্যের জন্য www.wbhrb.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: রাজ্যে দেড় হাজারেরও বেশি শূন্যপদে স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement