Advertisement
Advertisement
Pension Fund Regulatory and Development Authority

Govt Jobs 2021: ন্যূনতম স্নাতক হলেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারি চাকরি, জেনে নিন আবেদনের শর্ত

আবেদনের শেষদিন কবে জানেন?

Pension Fund Regulatory and Development Authority invites applications for various posts । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 20, 2021 4:09 pm
  • Updated:September 12, 2021 4:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি কর্মী হিসাবে কাজ করতে চান? তার জন্য প্রস্তুতিও নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (Pension Fund Regulatory and Development Authority)। জেনারেল, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ইনফরমেশন টেকনোলজি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ (রাজভাষা), রিসার্চ (ইকোনমিক্স), রিসার্চ (স্ট্যাটিসটিক্স) বিভাগে গ্রেড এ অফিসার নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারেন। তবে তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

শিক্ষাগত যোগ্যতা:
যেকোনও শাখার ন্যূনতম স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
৩১ জুলাই, ২০২১ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: Management Trainee Jobs: Coal India-য় প্রচুর শূন্যপদ, আজই আবেদন করুন]

আবেদনের পদ্ধতি:
https://www.pfrda.org.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
তিনটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। প্রথম দফায় ১০০ নম্বর করে ২টি পেপারের পরীক্ষা হবে। দ্বিতীয় দফায় অনলাইনে ২০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। তৃতীয় দফায় ইন্টারভিউ দিতে হবে। তারপর প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্য জানার জন্য https://www.pfrda.org.in ওয়েবসাইটে আবেদনকারীকে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Bank Jobs: ৩৭৩টি শূন্যপদ, Graduate হলেই করতে পারেন ব্যাংকে চাকরির আবেদন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement