Advertisement
Advertisement
রাজ্য সরকারি চাকরি

উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আবেদনের শেষ দিন ২৬ জুলাই৷

PBSSD is inviting application from the eligible candidates
Published by: Sayani Sen
  • Posted:July 21, 2019 5:11 pm
  • Updated:July 21, 2019 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা সরকারি চাকরি খুঁজছেন, তাঁদের জন্য সুখবর৷ কারণ উৎকর্ষ বাংলা প্রকল্পে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার৷ ন্যূনতম স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ এক বছরের চুক্তির ভিত্তিতে আপাতত কর্মী নিয়োগ করা হবে৷ তবে দক্ষতার নিরিখে ওই প্রার্থীকে স্থায়ী পদে নিযুক্ত করা হতে পারে৷ আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে৷

ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার
শূন্যপদ: ৭টি
শিক্ষাগত যোগ্যতা:
১. এই শূন্যপদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাঞ্ছনীয়৷
২. মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন৷
৩. অবশ্যই বাংলা এবং ইংরাজিতে আবেদনকারীকে লিখতে এবং পড়তে জানতে হবে৷  
অভিজ্ঞতা:
যে কোনও চাকরিতে ২ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷
আবেদনকারীর বয়স:
১ ডিসেম্বর, ২০১৯-এর নিরিখে ন্যূনতম ২৩ থেকে ৪৪ বছর বয়সীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি বেতন হিসাবে প্রতি মাসে ২৫ হাজার টাকা৷

Advertisement

[ আরও পড়ুন: ৮১৫৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে রাজ্য, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

সাব-ডিভিশন প্রজেক্ট ম্যানেজার:
শূন্যপদ: ৯টি
শিক্ষাগত যোগ্যতা:
১. এই শূন্যপদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাঞ্ছনীয়৷
২. মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন৷
৩. অবশ্যই বাংলা এবং ইংরাজিতে আবেদনকারীকে লিখতে এবং পড়তে জানা প্রয়োজন৷
অভিজ্ঞতা:
যেকোনও চাকরি করার ১ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷
আবেদনকারীর বয়স:
১ ডিসেম্বর, ২০১৯-এর নিরিখে ন্যূনতম ২৩ থেকে ৪৪ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি বেতন হিসাবে প্রতি মাসে ২০ হাজার টাকা৷ 

[ আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশ করলেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, কীভাবে জানেন?]

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ: ৪২টি
শিক্ষাগত যোগ্যতা:
১.
আবেদনকারীকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক হওয়া বাধ্যতামূলক৷
২. মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন৷
৩. অবশ্যই বাংলা এবং ইংরাজিতে আবেদনকারীকে লিখতে এবং পড়তে জানা প্রয়োজন৷
৪. মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের ক্ষমতা থাকা বাঞ্ছনীয়৷
আবেদনকারীর বয়স:
১ ডিসেম্বর, ২০১৯-এর নিরিখে ন্যূনতম ২৩ থেকে ৪৪ বছর বয়সীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
বেতন
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি বেতন হিসাবে প্রতি মাসে ১১ হাজার টাকা৷ 

[ আরও পড়ুন: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে টি বোর্ডে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

ব্লকস্তরীয় কর্মী
শূন্যপদ: ২০৯টি
শিক্ষাগত যোগ্যতা: 
১.
আবেদনকারীকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক হওয়া বাধ্যতামূলক৷
২. অবশ্যই বাংলা এবং ইংরাজিতে আবেদনকারীকে লিখতে এবং পড়তে জানা প্রয়োজন৷ 
আবেদনকারীর বয়স:
১ ডিসেম্বর, ২০১৯-এর নিরিখে ন্যূনতম ২৩ থেকে ৪৪ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি বেতন হিসাবে প্রতি মাসে ১২ হাজার টাকা৷

আবেদনের পদ্ধতি:
www.pbssd.gov.in – এই ওয়েবসাইটের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন৷ আবেদনের শেষদিন ২৬ জুলাই৷ প্রথমে লিখিত এবং কম্পিউটারভিত্তিক পরীক্ষা নেওয়া হবে৷ মুখোমুখি সাক্ষাৎকারের পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে৷

বিশেষ দ্রষ্টব্য: কবে পরীক্ষা নেওয়া হবে তা জানতে উপরোক্ত ওয়েবসাইটে প্রার্থীদের নজর রাখতেই হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement