Advertisement
Advertisement
Kalyani University Paramedical Course

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি চলছে, কীভাবে করবেন আবেদন?

বাংলার বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোতে ইন্টার্নশিফ করার সুযোগ পায়।

Paramedical course admission going on in Kalyani University
Published by: Biswadip Dey
  • Posted:July 23, 2024 6:05 pm
  • Updated:July 30, 2024 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগীদের শুশ্রুষায় চিকিৎসক কিংবা নার্সদের পাশাপাশি অপরিসীম গুরুত্ব রয়েছে প্যারামেডিকসেরও। সহজ ভাবে বললে চিকিৎসকরা যে সব পরীক্ষা করতে দেন রোগীদের, সেগুলি যাঁরা করেন এবং এর ফলাফল যাচাই করেন, তারাই প্যারামেডিক্যাল স্টাফ তথা অ্যালায়েড হেলথ প্রফেশনালস। কেবল এদেশেই নয়, বিদেশেও এর চাহিদা প্রচুর। ফলে কেরিয়ার হিসেবে এই পেশাকে অনেকেই বেছে নিচ্ছেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (Kalyani University) অনুমোদনপ্রাপ্ত বাংলার প্রথম প্যারামেডিক্যাল কলেজ ‘ডা. কে আর অধিকারী কলেজ অফ অপ্টোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি’-তে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে (Paramedical Course) ভর্তি শুরু হয়েছে।

প্রসঙ্গত, এখান থেকে উত্তীর্ণ পড়ুয়ারা নিজ নিজ ক্ষেত্রে কাজ করার জন্য সরকার থেকে রেজিস্ট্রেশন নম্বর পান। এর আগে যাঁরা এখান থেকে পাশ করে বেরিয়েছেন, তাঁরা বিভিন্ন কেন্দ্রীয়, রাজ্য সরকারি সংস্থা এবং বিভিন্ন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত।

Advertisement

[আরও পড়ুন: ‘আপনার টাকা দরকার? আমি ব্যবস্থা করে দেব’, সায়ন্তিকাদের ‘জরিমানা হুমকি’তে বোসকে খোঁচা মমতার]

কোন কোন কোর্সে ভর্তি চলছে

D.O.S. & O.T. (Diploma in
Optometrical Science and
Ophthalmic Technique)

D.M.L.T. (Diploma in Medical
Laboratory Technique)

D.M.R.T. (Diploma in Medical
Radiology Technique)

D.P.T. (Diploma in Physiotherapy
Technique)

D.O.T.T. (Diploma in Operation
Theatre Technology)

D.C.C.T. (Diploma in Critical Care
Technology)

D.D.T. (Diploma in Dialysis
Technology)

D.P.A. & E.D. (Diploma in Physician
Assistant and Essential Drug)

D.C.E.C.G. & PFT. (Diploma in
Electrocardiography and Pulmonary
Function Test)

D.D.T. & O.H. (Diploma in Dental
Technology and Oral Hygiene)

D.A.T. (Diploma in Anaesthesia
Technology)

আড়াই বছরের ইন্টার্নশিপ মেয়াদের কোর্সগুলি উচ্চমাধ্যমিকে (১০+২) বিজ্ঞানের পড়ুয়াদের ভর্তির জন্য বিবেচিত। কিন্তু কলা ও বাণিজ্য বিভাগের জন্য়ও থাকছে সুযোগ। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ করার পর এক বছরের একটি ব্রিজ কোর্স (পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা) করতে হবে। এই কোর্সের মার্কশিট ও সার্টিফিকেটও দেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়।
এছাড়া A.D.C.L.P (Advance Diploma in Contact Lens Practice) কোর্সটির মেয়াদ এক বছর।

[আরও পড়ুন: শরিকদের দাবিপূরণ থেকে বেকারত্ব দূরীকরণ-একনজরে নির্মলার সেরা ১২ ঘোষণা]

যারা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অপ্টোমেট্রির ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাশ করেছেন তাঁরা এই কোর্সটি করার জন্য বিবেচিত। যে সকল ছাত্রছাত্রীরা বিএসসি পাশ করেছেন অথবা প্যারামেডিক্যাল ও অ্যালায়েড হেলথ সায়েন্সেসের উপর ব্যাচেলার ডিগ্রি করেছেন তাঁদের জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিজি ডিপ্লোমা কোর্স করার সুযোগও রয়েছে নিম্নলিখিত বিষয়গুলোর উপর:

P.G.D.M.L.T. (Post-Graduate Diploma
in Medical Laboratory Technology)

P.G.D.M.R.T. (Post-Graduate Diploma
in Medical Radiology Technology

P.G.D.O.T.T. (Post-Graduate Diploma in Operation Theatre Technology)

P.G.D.D.T. (Post-Graduate Diploma
in Dialysis Technology)

P.G.D.C.C.T. (Post-Graduate Diploma
in Critical Care Technology)

P.G.D.G.C.T. (Post-Graduate Diploma
in Geriatrie Care Technology)

P.G.D.H.A. (Post-Graduate Diploma
in Hospital Administration)

এছাড়াও মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ১ বছর ৬ মাসের ইন্টার্নশিপ মেয়াদের নিম্নলিখিত সার্টিফিকেট কোর্সগুলিও করতে পারেন।

C.C.M.S. & E.D. (Certificate in
Community Medical Service and
Essential Drug)

C.B.P.N. (Certificate in Basic
Practical Nursing)

C.S.L. (Certificate in Sanitary
Inspection)

এইসব কোর্সগুলো পাশ করার পর ছাত্রছাত্রীরা বাংলার বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোতে ইন্টার্নশিফ করার সুযোগ পায়। এর মধ্যে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ, এন আর এস মেডিক্যাল কলেজ, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, সাগরদত্ত মেডিক্যাল কলেজ, বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল ইত্যাদি। কে আর অধিকারী কলেজের ওয়েবসাইটের ঠিকানা: https://kradhikarycollege.org/। কলেজের কল্যাণী ক্যাম্পাসে যোগাযোগের নম্বর: ৯৩৩৯২১৮৮৯৪/ ৯৪৭৭৪২৫৫৩৬/ ৮১০০১৪৯৫১০। 

 

সতর্কবার্তা: আমাদের কোনও শাখা নেই। দালালচক্র থেকে সাবধান। প্রতারকের ফাঁদে পা দেবেন না। যে কোনও তথ্যের জন্য সরাসরি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করুন।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement